ময়দান ছেড়ে বাগানে চলছে টানটান লড়াই, 'মোহন-সচিব' কে?

মোহনবাগান নির্বাচনের প্রধান আকর্ষণ হতে চলেছে ফুটবল সচিব পদে মোহনবাগানের দুই ঘরের ছেলে সুব্রত ভট্টাচার্য আর সত্যজিত চ্যাটার্জির লড়াই।  নির্বাচনের আগের দিন নিজেকে চাপমুক্ত রাখতে সুব্রত ফ্ল্যাটে বসে শুনলেন R D বর্মনের গান। সত্যজিত চ্যাটার্জি কিন্তু  সেপথে হাঁটেননি। নিজেকে সারাদিন ব্যস্ত রাখলেন নির্বাচনী প্রচারে।

Updated By: May 17, 2015, 11:54 AM IST
ময়দান ছেড়ে বাগানে চলছে টানটান লড়াই, 'মোহন-সচিব' কে?

ওয়েব ডেস্ক: ইভিএম, পোলিং বুথ, পোলিং এজেন্ট, পুলিশের কড়া নিরাপত্তা। রবিবার সকাল থেকে নিরাপত্তা নিয়ে যা হচ্ছে তা ছাপিয়ে যাচ্ছে যে কোনও সাধারণ নির্বাচনকেও। বাগানের ভোট ভোটার ৯১৩৫ জন। একুশটি বুথে চলছে ভোটদান পর্ব। সকাল ৯ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত চলবে এই ভোটদান পর্ব।

মোহনবাগান নির্বাচনের প্রধান আকর্ষণ হতে চলেছে ফুটবল সচিব পদে মোহনবাগানের দুই ঘরের ছেলে সুব্রত ভট্টাচার্য আর সত্যজিত চ্যাটার্জির লড়াই।  নির্বাচনের আগের দিন নিজেকে চাপমুক্ত রাখতে সুব্রত ফ্ল্যাটে বসে শুনলেন R D বর্মনের গান। সত্যজিত চ্যাটার্জি কিন্তু  সেপথে হাঁটেননি। নিজেকে সারাদিন ব্যস্ত রাখলেন নির্বাচনী প্রচারে।

প্রচার শেষ। মোহনবাগান নির্বাচনের কয়েকঘণ্টা আগে একেবারে বিন্দাস মেজাজে সুব্রত ভট্টাচার্য। শতাব্দী প্রাচীন ক্লাবের নির্বাচনে ফুটবল সচিব পদে দুই মোহনবাগানি সুব্রত ভট্টাচার্য আর সত্যজিত চ্যাটার্জির লড়াই ঘিরে সরগরম ময়দান। শনিবার দুপুরে মধ্যকলকাতার ফ্ল্যাটে একা বসে R D বর্মনের গানে নিজেকে ডুবিয়ে রেখেছিলেন ময়দানের বাবলুদা। নির্বাচনে মেগা লড়াইয়ের আগে ফুরফুরে মেজাজে সুব্রত ভট্টাচার্য। নির্বাচনের লড়াইয়ে একে অপরের প্রতিপক্ষ হলেও একটা বিষয়ে একমত সুব্রত-সত্য। বড় ম্যাচের টেনশনের সঙ্গে মোহনবাগান মোহনবাগান নির্বাচনকে মেলাতে নারাজ কেউই।

গত কয়েকদিনে কথার লড়াইয়ে একে অপরকে বিদ্ধ করেছেন দুই মোহনবাগানী। তবে নির্বাচনের কয়েকঘণ্টা আগে অবশ্য দুই ফুটবলসচিব প্রার্থী একে অপরের প্রতি শ্রদ্ধাশীল। সুব্রত ভট্টাচার্য যেখানে নির্বাচনের আগের দিনটা রিলাক্সড মুডে কাটালেন। সেখানে সত্যজিত চ্যাটার্জি ছিলেন ব্যস্ততার মধ্যে। শনিবারও ছিল প্রচার। মাঝে দুপুর বেলাটা কাটিয়ে যান প্রিয় মোহনবাগান ক্লাবে। সত্যজিত চ্যাটার্জির কথায় গোষ্ঠ পাল সরণীর এই জায়গা থেকেই তিনি অক্সিজেন পান সব লড়াইয়ের।

.