Emami East Bengal: ব্রাজিলিয়ান থেকে স্প্যানিশ! এই ৫ বিদেশি ফুটবলারকে সই করাল লাল-হলুদ

ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার ও ইমামির ডিরেক্টর আদিত্য বর্ধন আগরওয়াল আগেই সমর্থকদের জানিয়ে দিয়েছিলেন যে, দেরিতে হলেও ভাল দল হবে। ধীরে ধীরে কিন্তু দল গুছিয়ে নিল লেসলি ক্লডিয়াস সরণির ঐতিহ্যবাহী ক্লাব।   

Updated By: Aug 12, 2022, 09:24 PM IST
Emami East Bengal: ব্রাজিলিয়ান থেকে স্প্যানিশ! এই ৫ বিদেশি ফুটবলারকে সই করাল লাল-হলুদ
লাল-হলুদে সই করলেন এই পাঁচ ফুটবলার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আসন্ন মরশুমে ১৬ জন ভারতীয় ফুটবলারকে ইতিমধ্যেই সই করিয়েছে ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal)। লাল-হলুদ সমর্থকদের মনে একটাই প্রশ্ন ছিল যে, এবার বিদেশি ফুটবলার হিসাবে কাদের দেখা যাবে স্টিফেন কনস্ট্যানটাইনের টিমে। সব জল্পনার অবসান। বৃহস্পতিবার রাতে ক্লাবের পক্ষ থেকে পাঁচ বিদেশি ফুটবলারদের নাম জানিয়ে দেওয়া হল। ক্লাব সই করাল তিন ব্রাজিলিয়ান, এক স্প্যানিশ ও এক সাইপ্রাসের ফুটবলারকে। ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার ও ইমামির ডিরেক্টর আদিত্য বর্ধন আগরওয়াল আগেই সমর্থকদের জানিয়ে দিয়েছিলেন যে, দেরিতে হলেও ভাল দল হবে। ধীরে ধীরে কিন্তু দল গুছিয়ে নিল লেসলি ক্লডিয়াস সরণির ঐতিহ্যবাহী ক্লাব। 

ইস্টবেঙ্গলের ৫ বিদেশি ফুটবলারের সংক্ষিপ্ত বায়োডেটা

১) চারাল্যামবোস কাইরিয়াকু: ৩২ বছরের সাইপ্রাসের ডিফেন্ডার নিজের দেশের হয়ে খেলেছেন ১১ বার। জিতেছেন ঘরোয়া সব ট্রফি। আগামিকাল অর্থাৎ শনিবার ইস্টবেঙ্গলের প্রথম বিদেশি ফুটবলার হিসাবে কলকাতায় পা রাখছেন কাইরিয়াকু।

আরও পড়ুন: East Bengal: আরও তিন ভারতীয় ফুটবলার ইস্টবেঙ্গলে! দেখে নিন এলেন কারা

২) ইভান গঞ্জালেজ: ৩২ বছরের স্প্যানিশ ডিফেন্ডার বিগত দুই মরশুমে এফসি গোয়ার হয়ে ৪২ ম্যাচের মধ্যে খেলেছেন ৩৬ ম্যাচ। রিয়াল মাদ্রিদের যুব প্লেয়ার গত মরশুমে গোয়ার জার্সিতে জিতেছেন ডুরান্ড কাপ

৩) অ্যালেক্স লিমা: ৩৩ বছরের ব্রাজিলিয়ান বৈচিত্র্যময় মিডফিল্ডার বিগত দুই মরশুমে জামশেদপুর এফসি-র হয়ে ৪২ ম্যাচের মধ্যে ৪১ ম্যাচ খেলেছেন। ২০২১-২২ মরশুমে জামশেদপুরের হয়ে জিতেছেন লিগ উইনার্শ শিল্ড। 

 ৪) ক্লেটন সিলভা: ৩৫ বছরের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বেঙ্গালুরু এফসি-র হয়ে আইএসএলে বিগত দুই মরশুমে ৩৭ ম্যাচ খেলেছেন। করেছেন ১৬টি গোল। সাতটি গোল করিয়েছেন। 

৫) এলিয়ান্দ্রো: ৩২ বছরের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড লিথুয়ানিয়া ও মালটার পাশাপাশি থাইল্যান্ডের একাধিক ক্লাবে খেলেছেন। বিগত আড়াই মরশুমে করেছেন ২৩ গোল। 

কনস্ট্যানটাইনের লাল-হলুদ বাহিনী আগামী ১৬ অগস্ট নৈহাটি গোল্ড কাপে প্রদর্শনী ম্যাচে মুখোমুখি হবে ডায়মন্ডহারবার এফসি'র বিরুদ্ধে। দুঁদে কোচ তাঁর দল পরখ করে নেওয়ারও খাতায়-কলমে সুযোগ পেয়ে যাবেন। ইস্টবেঙ্গলের  সই করানো ১৬ ভারতীয় ফুটবলার হলেন- পবন কুমার,মহম্মদ রকিপ, অঙ্কিত মুখোপাধ্যায়, সার্থক গোলুই, জেরি লালরিনজুয়ালা, প্রীতম সিং, সৌভিক চক্রবর্তী, অমরজিৎ সিং, মোবাশির রহমান,আঙ্গুসানা লুয়াং, অনিকেত যাদব, নাওরেম মহেশ সিং,ভিপি সুহের, কমলজিৎ সিং, সুমিত পাসি ও লালচুংনুনগা

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.