Ravi Shastri: সোমের রিপোর্ট নেগেটিভ হলেই মঙ্গলে দেশে ফেরা শাস্ত্রীদের

ভেস্তে যাওয়া ম্যাঞ্চেস্টার টেস্টের আগেই শাস্ত্রীকে নিয়ে বিতর্ক দানা বাঁধতে শুরু করে। 

Updated By: Sep 13, 2021, 12:20 PM IST
Ravi Shastri: সোমের রিপোর্ট নেগেটিভ হলেই মঙ্গলে দেশে ফেরা শাস্ত্রীদের

নিজস্ব প্রতিবেদন: রবি শাস্ত্রী, ভরত অরুণ, আর শ্রীধর ও নীতিন প্যাটেলের পর যোগেশ পারমার করোনা পজিটিভ হয়েছিলেন। তারপরেই ভারত-ইংল্যান্ড পঞ্চম ও শেষ টেস্ট ম্যাঞ্চেস্টারে বাতিল হয়ে যায়। সিরিজও শেষ হয় মাঝ পথে। কোহলি-রোহিতরা দেশে ফিরে এলেও শাস্ত্রী-শ্রীধররা লন্ডনে নিভৃতবাসে রয়েছেন। সোমবার অর্থাৎ আজ করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসলেই আগামিকাল শাস্ত্রীরা ভারতে ফিরতে পারবেন।

সংবাদ সংস্থা পিটিআই কথা বলেছে বোর্ডের  এক সিনিয়র আধিকারিকের সঙ্গে। তিনি বলেন, "রবি, শ্রীধর, অরুণ সকলেই সুস্থ আছেন। মূলত উপসর্গহীন তাঁরা। সোমবার আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসলে, মঙ্গলবারই দেশে ফেরার বিমান ধরতে পারবেন তাঁরা। যদিও শেষ সিদ্ধান্ত মেডিক্যাল টিম নেবে।"  

আরও পড়ুন: Ravi Shastri: কোভিড বিতর্কে মুখ খুললেন শাস্ত্রী! চালিয়ে খেললেন বিরাটদের হেড স্যার

ভেস্তে যাওয়া ম্যাঞ্চেস্টার টেস্টের আগেই শাস্ত্রীকে নিয়ে বিতর্ক দানা বাঁধতে শুরু করে। ভারতীয় দলের হেড কোচ করোনাক্রান্ত হওয়ার পরেই তাঁকে নিয়ে সমালোচনার ঝড় উঠে যায়। অনেকেই প্রশ্ন তুলেছিলেন, কেন তিনি নিজের বই (স্টার গেজিং: দ্য প্লেয়ার্স ইন মাই লাইফ) প্রকাশ অনুষ্ঠানে গিয়েছিলেন দলের ক্রিকেটারদের নিয়ে! করোনা বিতর্কে শাস্ত্রীর উত্তর ছিল "গোটা দেশই (ব্রিটেন) সচল যেখানে, সেখানে প্রথম টেস্ট থেকেই কিছু একটা হতে পারত!" যদিও করোনা বিতর্ককে সুনীল গাভাস্কর ব্রিটিশ মিডিয়ার রিপোর্ট বলেছেন। সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee "24 Ghanta App) 

.