ICC World Cup 2019: বার্মিংহামে ব্রিটিশরাজ! ভারতকে হারিয়ে বিশ্বকাপে শেষ চারের লড়াইয়ে ইংল্যান্ড
জমে গেল বিশ্বকাপের শেষ চারের লড়াই।
নিজস্ব প্রতিবেদন : বিশ্বকাপে ভারতের জয়রথ থামল। ইংল্যান্ডের কাছে ৩১ রানে হারল টিম ইন্ডিয়া। বার্মিংহামে বিগফাইটে ব্যাট হাতে বেয়ারস্টোর অনবদ্য সেঞ্চুরি সঙ্গে জেসন রয়ের হাফসেঞ্চুরি। সঙ্গে বেন স্টোকসের দুরন্ত ৭৯ রানে ভর করে ৭ উইকেট হারিয়ে ৩৩৭ রান তোলে ইংল্যান্ড। আর বল হাতে প্লাঙ্কেট-ওকসদের দাপট। রোহিতের শতরানেও হার বাঁচাতে পারল না ভারত। চলতি বিশ্বকাপে প্রথম হারের মুখ দেখল টিম ইন্ডিয়া।
India's unbeaten run at #CWC19 comes to an end!
England win by 31 runs to move back into fourth and give their semi-final hopes a huge boost.
How good is this tournament?!#ENGvIND pic.twitter.com/YuqHjNoxlh
— Cricket World Cup (@cricketworldcup) June 30, 2019
সুপার সানডে বার্মিংহামে বিগ ফাইটে মুখোমুখি হয়েছিল আইসিসি-র একদিনের ক্রিকেট র্যাঙ্কিংয়ে এক ও দু নম্বর দল- ভারত এবং ইংল্যান্ড। বিশ্বকাপের শেষ চারের লড়াইয়ে টিকে থাকতে মাস্ট উইন গেম ছিল ইংরেজদের। আর ভারত, ইংল্যান্ডকে হারালেই শেষ চারের লড়াইয়ে ফিরে আসবে পাকিস্তান-বাংলাদেশ। এই অবস্থায় খেলতে নেমে দুরন্ত জয় ইংল্যান্ডের।
এজবাস্টনে টস জিতে রবিবার প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলে প্রথম একাদশে একটি পরিবর্তন হয়। বিজয় শঙ্করের পরিবর্তে দলে ঋষভ পন্থ। অন্যদিকে ইংল্যান্ডও দুটি পরিবর্তন করে। দলে ফেরেন জেসন রয় এবং লিয়াম প্লাঙ্কেট। ইংল্যান্ডের বিরুদ্ধে কমলা-গাঢ় নীল জার্সি পরেই মাঠে নামে টিম ইন্ডিয়া। ডু-অর-ডাই ম্যাচে শুরুতেই ভারতীয় বোলারদের ওপর রাজত্ব করলেন দুই ইংল্যান্ড ওপেনার জেসন রয় ও জনি বেয়ারস্টো। ১৬০ রানের ওপেনিং পার্টনারশিপই ইংল্যান্ডের ভিত গড়ে দেয়। ৫৭ বলে ৬৬ রান করেন রয়। ১১১ রান করে ফিরে যান জনি। বেয়ারস্টো ও ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যানকে ফিরিয়ে ইংল্যান্ডের রানের গতিতে কিছুটা লাগাম টানেন ভারতীয় বোলাররা। কিন্তু জো রুট ও বেন স্টোকস জুটি বড় রানের লক্ষ্যে ব্যাট করতে থাকেন। ৪৪ রানে রুট ফিরে গেলেও ৮ বলে ২০ রানের ঝোড়ো ইনিংস খেলেন জোস বাটলার। আর ৫৪ বলে ৭৯ রানের ইনিংস খেলেন বেন স্টোকস। শেষ পর্যন্ত ৭ উইকেটে ৩৩৭ রান তোলে ইংল্যান্ড। ভারতের হয়ে মহম্মদ শামি ৫টি উইকেট নেন। বিশ্বকাপের মঞ্চে এই প্রথম কোনও ভারতীয় বোলার পর পর তিন ম্যাচে চারটি করে উইকেট নিলেন।
England are alive in #CWC19! #EoinMorgan's men come good under pressure with a fighting 31-run win to end India's unbeaten run!
Scores, stats and highlights of #ENGvIND on the official app
APPLE https://t.co/VpYh7SIMyP
ANDROID https://t.co/cVREQ16w2N pic.twitter.com/YI9GjBw4Sr— ICC (@ICC) June 30, 2019
৩৩৮ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই রাহুল ফিরে গেলেন শূন্য রানে। ধীর গতিতে বিরাট কোহলি ও রোহিত শর্মা ভারতীয় রানকে টানতে থাকেন। কিন্তু ৭৬ বলে ৬৬৬ রান করে ফিরে গেলেন বিরাট। তার আগে হাফ সেঞ্চুরি করার সঙ্গে সঙ্গেই বিশ্বকাপে টানা পাঁচটি হাফ সেঞ্চুরি করে স্টিভ স্মিথের সঙ্গে এক আসনে বিরাট কোহলি। ২০১৫ বিশ্বকাপে স্টিভ স্মিথ এই নজির গড়েন। ২০১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়া, পাকিস্তান, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজের পর ইংল্যান্ডের বিরুদ্ধেও হাফ সেঞ্চুরি করেন বিরাট কোহলি। রোহিতের সঙ্গে জুটি গড়ার চেষ্টা করেন ঋষভ পন্থ। এদিকে চলতি বিশ্বকাপে সেঞ্চুরির ট্রিপল করলেন হিটম্যান।দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের বিরুদ্ধে শতরান করেছিলেন রোহিত শর্মা। এদিন ১০২ রানে আউট হলেন রোহিত। একদিনের কেরিয়ারের ২৫ তম শতরান এদিন করেন রোহিত। এর আগে একটি বিশ্বকাপে তিনটি শতরান করার কৃতিত্ব রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়, মার্ক ওয়া ও ম্যাথু হেডেনের। একমাত্র গত বিশ্বকাপে চারটি শতরান করেছিলেন শ্রীলঙ্কার কুমার সঙ্গাকরা। রোহিতের কাছেও চারটি শতরানের সুযোগ রয়েছে। পন্থ ৩২ রানে আউট হলেও হার্দিক পাণ্ডিয়া ৩৩ বলে ৪৫ রান করে ফিরে গেলেন। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ৩০৬ রান তোলে ভারত। ৩১ রানে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড। ইংল্যান্ডের হয়ে লিয়াম প্লাঙ্কেট ৩টি এবং ক্রিস ওকস ২টি উইকেট নেন। এর ফলে জমে গেল বিশ্বকাপের শেষ চারের লড়াই।
আরও পড়ুন - ICC World Cup 2019: বিশ্বকাপে বিরাট রেকর্ড কিং কোহলির