আফগানিদের পর্যুদস্ত করে বিশ্বকাপ অভিযান শুরু ইংল্যান্ডের

গত বারের চ্যাম্পিয়ান ইংল্যান্ড রাজকীয় ভঙ্গিতেই এবারের টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু করল। শুক্রবার গ্রুপ লিগের ম্যাচে আফগানিস্তান কে কার্যত উড়িয়ে দিল। আফগানিরা ১১৬ রানে পরাজিত হল ইংল্যান্ডের কাছে।

Updated By: Sep 22, 2012, 11:16 AM IST

গত বারের চ্যাম্পিয়ান ইংল্যান্ড রাজকীয় ভঙ্গিতেই এবারের টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু করল। শুক্রবার গ্রুপ লিগের ম্যাচে আফগানিস্তান কে কার্যত উড়িয়ে দিল। আফগানিরা ১১৬ রানে পরাজিত হল ইংল্যান্ডের কাছে।
লিউক রাইটের অসাধারণ ঝোড়ো ৯৯ রানের সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে ইংল্যান্ড ১৯৭ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে ১৭.২ ওভারেরই মাত্র ৮০ রানে গুটিয়ে যায় আফগানী ইনিংস। অধিনায়ক স্ট্রুয়াট বোর্ড, স্টিভেন ফিন, জেড ডেরনবেচ এই পেসার ত্রয়ীর সামনে তাসের ঘরের মত ভেঙে আফগানিস্তান ব্যাটিং লাইন-আপ। একসময়ে ২৩ রানে ৮ উইকেট খুইয়ে যখন টি-২০ ইতিহাসে কেনিয়ার করা সর্বনিম্ন স্কোরের (৬৭) বিশ্বরেকর্ড ভেঙে ফেলা প্রায় একপ্রকার নিশ্চিত করে ফেলেছিল তখন হাল ধরেন গুলবোদিন নাইব। মূলত তাঁর করা ৪৪ রানের সৌজন্যে আফগানিস্তান ৮০ রানের দোরগোড়া ছোঁয়।

.