ASHES 2019: ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টে দলে ফিরলেন স্টিভ স্মিথ

অ্যাসেজের চতুর্থ টেস্টেও তাই নিজের জায়গা একপ্রকার পাকা করে ফেলেন তিনি।

Updated By: Sep 3, 2019, 01:08 PM IST
ASHES 2019: ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টে দলে ফিরলেন স্টিভ স্মিথ

নিজস্ব প্রতিবেদন: হেডিংলে টেস্টে হারের হ্যাঙওভার কাটিয়ে প্রস্তুতি ম্যাচে বড় জয় পেয়েছে অস্ট্রেলিয়া। বুধবার থেকে ম্যাঞ্চেস্টারে শুরু ইংল্যান্ড-অস্ট্রেলিয়া অ্যাসেজ সিরিজের চতুর্থ টেস্ট। ম্যাঞ্চেস্টারে অস্ট্রেলিয়া দলে ফিরছেন স্টিভ স্মিথ। ১২ জনের দলে থেকে গেলেন মারনাস ল্যাবুশানে। বাদ পড়লেন উসমান খোয়াজা।

লর্ডসে অ্যাসেজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের পেসার জোফ্রা আর্চারের বাউন্সারে মাথার পিছন দিকে গুরুতর আঘাত পান অজি ব্যাটসম্যান স্টিভ স্মিথ। কনকাশনের কারণে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে যান স্মিথ। খেলেননি হেডিংলিতে তৃতীয় টেস্টে। যদিও তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের কাছে হেরে যায়। গত সপ্তাহে ডার্বিশায়ারের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে মাঠে নামেন স্মিথ। ম্যাঞ্চেস্টারে দলে ফিরছেন স্মিথ। অ্যাসেজে তিনটি ইনিংসে মোট ৩৭৮ রান করেছেন তিনি। ব্যাটিং গড় ১২৬।

অন্যদিকে স্মিথের পরিবর্তে লর্ডস টেস্টের চতুর্থ ইনিংস এবং হেডিংলিতে দুটি ইনিংসেই রান পান মারনাস ল্যাবুশানে। অ্যাসেজের চতুর্থ টেস্টেও তাই নিজের জায়গা একপ্রকার পাকা করে ফেলেন তিনি। তাই বাদ পড়তে হল উসমান খোয়াজাকে। অ্যাসেজে তিন নম্বরে ব্যাটিং করতে নেমে ৬ ইনিংসে তাঁর ব্যাটিং গড় মাচ্র ২০.৩৩। ডার্বিশায়ারের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ওপেনিংয়ে নেমে ৭২ রান করলেও সেটা দলে জায়গা পাকা করার জন্য যথেষ্ট নয়। অস্ট্রেলিয়া দলের হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার ওপেনার হিসেবে ডেভিড ওয়ার্নার এবং মার্কাস হ্যারিসের নাম জানিয়ে দিয়েছেন।  

ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাসেজের চতুর্থ টেস্টের জন্য অস্ট্রেলিয়া দল :
ডেভিড ওয়ার্নার, মার্কাস হ্যারিস, মারনাস ল্যাবুশানে, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, ম্যাথু ওয়েড, টিম পেইন(অধিনায়ক), প্যাট কামিন্স, পিটার সিডল, মিচেল স্টার্ক, নাথান লিঁও, জোস হ্যাজেলউড  

আরও পড়ুন - ICC World Test Championship: ১২০ পয়েন্ট নিয়ে মগডালে কোহলির টিম ইন্ডিয়া

.