হাতছাড়া অ্যাসেজ, পরাজয়ের গ্লানি সঙ্গে করেই সাঙ্গ হল 'স্পার্টান' ক্লাকের ক্রিকেটীয় অধ্যায়

মাত্র তিনদিনেই অস্তাচলে অসি ক্রিকেট গৌরব। ট্রেন্ট ব্রিজে শনিবার অ্যাসেজের চতুর্থ টেস্টের তৃতীয় দিনেই খেল খতম হয়ে গেল অস্ট্রেলিয়ার। শনিবার ৭৮ রানে ইংল্যান্ডের কাছে হেরে অ্যাসেজের লজ্জাজনক সিরিজ হারের সাক্ষী থাকল ক্লার্ক বাহিনী। পাঁচ ম্যাচের অ্যাসেজে ৩-১ অস্ট্রেলিয়াকে হারিয়ে ইংল্যান্ডের ক্রিকেট অধ্যায়ে ইতিহাসে যুক্ত হল গৌরবের এক নয়া অধ্যায়।

Updated By: Aug 8, 2015, 07:29 PM IST
 হাতছাড়া অ্যাসেজ, পরাজয়ের গ্লানি সঙ্গে করেই সাঙ্গ হল 'স্পার্টান' ক্লাকের ক্রিকেটীয় অধ্যায়

ওয়েব ডেস্ক: মাত্র তিনদিনেই অস্তাচলে অসি ক্রিকেট গৌরব। ট্রেন্ট ব্রিজে শনিবার অ্যাসেজের চতুর্থ টেস্টের তৃতীয় দিনেই খেল খতম হয়ে গেল অস্ট্রেলিয়ার। শনিবার ৭৮ রানে ইংল্যান্ডের কাছে হেরে অ্যাসেজের লজ্জাজনক সিরিজ হারের সাক্ষী থাকল ক্লার্ক বাহিনী। পাঁচ ম্যাচের অ্যাসেজে ৩-১ অস্ট্রেলিয়াকে হারিয়ে ইংল্যান্ডের ক্রিকেট অধ্যায়ে ইতিহাসে যুক্ত হল গৌরবের এক নয়া অধ্যায়।

শুধু, অ্যাসেজ অসিদের হাতছাড়া হল তাই নয়, পরাজয়ের গ্লানি মাথায় নিয়েই নিজের টেস্ট কেরিয়ারে ইতি টানলেন ক্যাপ্টেন ক্লার্কও। ১১৪টি টেস্টে সম্পূর্ণ হল তাঁর টেস্ট জীবনের ইতিবৃত্ত।

এক অ্যাসেজে তিনিই ছিলেন বীর। ঘরের মাঠে ৫-০ তে অ্যাসেজ সিরিজ জয়ের নজির গড়েছিলেন তিনি ও তাঁর দল। বিদেশের মাটিতে সেই বীরকেই কার্যত প্রস্থানের দিকে ঠেলে দিল, লজ্জার হার। মাইকেল ক্লার্ক। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার সদ্য প্রাক্তন টেস্ট অধিনায়ক। গঙ্গা স্নানে শুরু, টেমসেই হল বিসর্জন। কাকতালীয় হলেও, ভারতের বিরুদ্ধেই টেস্ট ডেবিউ করেছিলেন মাইকেল ক্লার্ক। লজ্জার অ্যাসেজ হারের পর  ইংল্যান্ডেই শেষ হল তাঁর ক্রিকেট জীবন। একদিনের আন্তর্জাতিক থেকে বিদায় নিয়েছিলেন বিশ্বকাপ জয়ের পরই। কিন্তু এই 'স্পার্টান'কে কার্যত হারের দায়ে ২২ গজ ছাড়তে হবে, এমনটা কল্পনা করেনি কেউই।  

কিন্তু অপ্রিয় হলেও সত্যি হল সেটাই।

শনিবার খেলা শুরুর ৪০ মিনিটের মাথাতেই পড়ে যায় অস্ট্রেলিয়ার শেষ তিনটে উইকেট। মার্ক উডের বলেই নিশ্চিত হয় ইংল্যান্ডের অ্যাসেজ জয়।

গত বৃহস্পতিবার অবশ্য অসি ক্রিকেট দেখে ফেলেছিল কালোতম দিনটা। ব্রডের স্বপ্নের স্পেলে প্রথম ইনিংসে মাত্র ৬০ রানে অসহায় আত্মসমর্পণ করেছিল গ্রিন ব্যাগি টুপির সমস্ত ক্রিকেটিয় ঐতিহ্য।

উত্তরে খেলতে নেমে ৩৯১ রানে ইনিংস ডিক্লেয়ার করেছিল ইংল্যান্ড। জবাবে অসিদের দ্বিতীয় ইনিংস আজ শেষ হয়ে গেল ২৫৩ রানে।

৪ ম্যাচে ৩-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে কুকরা। স্টুয়ার্ট ব্রডদের দাপটে ছত্রভঙ্গ বিশ্বচ্যাম্পিয়নরা। সম্ভবত এবার স্টিভ স্মিথের হাতেই তুলে দেওয়া হবে ক্রিকেট অস্ট্রেলিয়ার ব্যাটন।

 

.