রোনাল্ডোর গোলে সেমিফাইনালে পর্তুগাল

ইউরো কাপে ফের রোনাল্ডো ম্যাজিক! ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দুরন্ত গোলে চেক প্রজাতন্ত্রকে হারিয়ে ইউরো কাপের সেমিফাইনালে পৌঁছে গেল পর্তুগাল। ম্যাচের ৭৯ মিনিটে মোটিনহোর ক্রসে মাথা ছুঁইয়ে গোল করেন রোনাল্ডো। এই নিয়ে এবারের ইউরোয় ৩টে গোল করা হয়ে গেল রোনাল্ডোর।

Updated By: Jun 22, 2012, 09:30 AM IST

ইউরো কাপে ফের রোনাল্ডো ম্যাজিক! ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দুরন্ত গোলে চেক প্রজাতন্ত্রকে হারিয়ে ইউরো কাপের সেমিফাইনালে পৌঁছে গেল পর্তুগাল। ম্যাচের ৭৯ মিনিটে মোটিনহোর ক্রসে মাথা ছুঁইয়ে গোল করেন রোনাল্ডো। এই নিয়ে এবারের ইউরোয় ৩টে গোল করা হয়ে গেল রোনাল্ডোর। যদিও ম্যাচের ৫৪ মিনিটের মাথায় গোলের একটি সহজ সুযোগ পান তিনি। বক্সের মধ্যে চেকের গোলরক্ষক পেড্রো চেককে একা পেয়েও, গোল করতে পারেননি রিয়াল তারকা। দু`বার গোলরক্ষকেকে পরাস্ত করেও তাঁর শট পোস্টে লাগে। এছাড়া ম্যাচে আরও অনেকবার গোল করার মত জায়গায় পৌঁছে গিয়েছিলেন পর্তুগিজ ফুটবলাররা। কিন্তু চেক প্রজাতন্ত্রের গোলে পেড্রো চেক অনবদ্য হয়ে ওঠায়, গোল সংখ্যা বাড়াতে পারেনি পর্তুগাল। সেমিফাইনালে ফ্রান্স এবং স্পেনের মধ্যে যারা জিতবে, তাদের বিরুদ্ধে খেলবে পর্তুগাল।
তবে ম্যাচে দুরন্ত পারফর্ম করলেও সমালোচনা ছাড়ছেনা রোনাল্ডোর পিছু। ইউরোর গ্রুপ লিগের শেষ ম্যাচে নেদারল্যান্ডের বিরুদ্ধে ২ গোল করার পর রোনাল্ডোকে হঠাত্‍ই কটাক্ষ করলেন বার্সিলোনা সভাপতি স্যান্ড্রো রাসেল। বিশ্বসেরা তারকাদের মধ্যে পর্তুগিজ সুপারস্টার ১২ নম্বরে আসবেন বলে কটাক্ষ করলেন বার্সা সভাপতি। তাঁর মতে,শুধু মেসিই নন,বার্সেলোনার প্রথম একাদশের সব ফুটবলারই রোনাল্ডোর আগে থাকবেন। বার্সেলোনার মেসি আর রিয়ালের রোনাল্ডোকেই বিশ্ব ফুটবলের দুই সেরা তারকা হিসাবে দেখা হয়। এবার রিয়ালকে লা লিগা জেতানোর পেছনেও রোনাল্ডোর অবদান ছিল অনস্বীকার্য। শুধু রোনাল্ডোকেই নন,রিয়াল কোচ হোসে মোরিনহোকেও একহাত নিয়েছিলেন বার্সেলোনার সভাপতি স্যান্ড্রো রাসেল। তবে কোয়ার্টার ফাইনালে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে দুরন্ত গোল করেই রাসেলের সেই কটাক্ষের জবাব দিলেন পর্তুগিজ সুপারস্টার।

.