এমন স্লিপ পজিশন! বিশ্ব ক্রিকেটে প্রথম

নিউজল্যান্ড, ৯২ রানে ৪ উইকেট। ব্যাটে তখন ম্যাককালাম। ২৯ বলে ৩৯*। ২৯.৪ ওভার, প্যাটিনসনের বলে কাট মারতে গিয়ে মিচেল মার্শের তালু বন্দি হন ব্র্যান্ডম ম্যাককালম। ২২ গজ ছেড়ে প্যাভিলিয়নমুখী কিউই নায়ক। কিন্তু সেদিন বোধহয় ক্রাইস্টচার্চে 'ক্রাইস্টের কপাল' নিয়েই খেলতে নেমেছিলেন অধিনায়ক ম্যাককালম। পরিস্কার 'নো' বল। ফিরলেন ২২ গজে। কিন্তু তারপর যেটা হল সেটা ইতিহাসে এর আগে কখনও হয়নি। না, টেস্ট ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির কথা বলছি না। যেটা বলছি, সেটা অস্ট্রেলিয়ান অধিনায়কের অসহয়তার দৃশ্য। এমন এক বিচিত্র ফিল্ডিং সাজালেন যা কোনও ধরনের ক্রিকেটেই এর আগে দেখা যায়নি।

Updated By: Feb 22, 2016, 05:08 PM IST
এমন স্লিপ পজিশন! বিশ্ব ক্রিকেটে প্রথম

ওয়েব ডেস্ক: নিউজল্যান্ড, ৯২ রানে ৪ উইকেট। ব্যাটে তখন ম্যাককালাম। ২৯ বলে ৩৯*। ২৯.৪ ওভার, প্যাটিনসনের বলে কাট মারতে গিয়ে মিচেল মার্শের তালু বন্দি হন ব্র্যান্ডম ম্যাককালম। ২২ গজ ছেড়ে প্যাভিলিয়নমুখী কিউই নায়ক। কিন্তু সেদিন বোধহয় ক্রাইস্টচার্চে 'ক্রাইস্টের কপাল' নিয়েই খেলতে নেমেছিলেন অধিনায়ক ম্যাককালম। পরিস্কার 'নো' বল। ফিরলেন ২২ গজে। কিন্তু তারপর যেটা হল সেটা ইতিহাসে এর আগে কখনও হয়নি। না, টেস্ট ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির কথা বলছি না। যেটা বলছি, সেটা অস্ট্রেলিয়ান অধিনায়কের অসহয়তার দৃশ্য। এমন এক বিচিত্র ফিল্ডিং সাজালেন যা কোনও ধরনের ক্রিকেটেই এর আগে দেখা যায়নি।

সাধারণত, স্লিপ এমন একটা পজিশন, সেটা উইকেট রক্ষকের হাতের নাগালেই। উইকেট রক্ষকের ডান দিকে দাঁড়ায় স্লিপ। কিন্তু এতবার ম্যাককালামের কানায় লেগে বল উইকেট রক্ষকের মাথার ওপর দিয়ে যাচ্ছিল, স্টিভ স্মিথ সেই দৃশ্য শেষ পর্যন্ত হজম করতে না পেরে স্লিপ দাঁড় করালেন থার্ড ম্যান পজিশনে। যা দেখে কমেন্ট্রি বক্সেও আলোচনা, "...ever seen in cricket ground"।

 

.