জল ঢালা টেস্টেও ভাজ্জিদের অশ্বিন কীর্তি

Updated By: Jun 14, 2015, 04:43 PM IST
জল ঢালা টেস্টেও ভাজ্জিদের অশ্বিন কীর্তি

ভারত-৪৬২/৬।। বাংলাদেশ-২৫৬, ২৩/০
ম্যাচ ড্র

ওয়েব ডেস্ক: প্রত্যাশামতই ফতুল্লা টেস্ট ড্র হয়ে গেল। প্রথম চার দিনের মতই বৃষ্টি দিয়েই আজকের খেলা শুরু হয়েছিল। তবে শেষটা একেবারে ম্যাড়ম্যাড়ে ঘুমপাড়ানি হল না। সৌজন্যে ভারতের দুই স্পিনার। বাংলাদেশকে ফলো আন করিয়ে নৈতিক জয় (অবশ্য এইরকম শব্দ বলে যদি কিছু থাকে) আদায় করে নিল ভারত। যা আসন্ন ওয়ানডে সিরিজে কিছুটা হলেও কাজে দেবে।

ম্যাচের শেষদিনে একটা বিষয়েই লড়াই ছিল। বাংলাদেশের প্রথম ইনিংস অল আউট করতে পারেন কিনা ভারতীয় বোলররা। হরভজন সিং (৩/৬৪) ও রবীচন্দ্রন অশ্বিন (৫/৮৭) যুগলবন্দি বুঝিয়ে দিল আর একটা গোটা দিন পাওয়া গেলে ইনিংস জয়ও আসতে পারত। দিনের সবচেয়ে তাত্‍পর্যপূর্ণ দুটো ঘটনাও ঘটল দেশের দুই অফ স্পিনারকে নিয়েই। প্রত্যাবর্তন টেস্ট ৩ উইকেট তুলে নিয়ে টেস্টের সর্বকালীন মোট শিকারের বিচারে ভাজ্জি টপকে গেলেন ওয়াসিম আক্রামকে। টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকায় বিশ্বে এখন ভাজ্জি (৪১৬) ৯ নম্বরে। আর ১৯টি উইকেট নিলেই হরভজন টপকে যাবেন কপিল দেবের (৪৩৪) রেকর্ডকেও।

অন্যদিকে, বিদেশের মাটিতে এই প্রথমবার ৫ উইখেট নেওয়ার কীর্তি গড়লেন অশ্বিন।

.