ISL 2020-21: এগিয়ে গিয়েও FC Goa-র বিরুদ্ধে আটকে গেল ATK Mohun Bagan

১১ ম্য়াচ শেষে ২১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দু নম্বরেই থেকে গেল এটিকে মোহনবাগান।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Jan 18, 2021, 09:54 AM IST
ISL 2020-21: এগিয়ে গিয়েও FC Goa-র বিরুদ্ধে আটকে গেল ATK Mohun Bagan
ছবি সৌজন্যে: ISL

নিজস্ব প্রতিবেদন:  প্রথম লেগে জয় পেলেও দ্বিতীয় লেগে এফসি গোয়ার কাছে আটকে গেল এটিকে মোহনবাগান। রবিবার ফতোরদা স্টেডিয়ামে গোয়ার সঙ্গে ১-১ ড্র করল অ্যান্তোনিও লোপেজ হাবাসের দল।

 

আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে এফসি গোয়া বনাম এটিকে মোহনবাগান ম্যাচ। প্রথম লেগের শেষ ম্যাচে মুম্বই সিটি এফসি-র কাছে হারলেও দ্বিতীয় পর্বের শুরুতেই আটকে গেল সবুজ-মেরুন শিবির। দ্বিতীয়ার্ধের ৭৫ মিনিটে এডু গার্সিয়ায় ফ্রি কিকে দুরন্ত গোল। এগিয়ে যায় এটিকে মোহনবাগান। কিন্তু সেই ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি হাবাসের দল। ম্যাচের ৮৪ মিনিটে ঈশান পন্ডিতার গোলে সমতা ফেরায় এফসি গোয়া। দু দলই একাধিক সুযোগ পেলেও গোল সংখ্যা বাড়াতে পারেনি কেউই। শেষ পর্যন্ত ১-১ গোলে ম্যাচ শেষ হয়।

আরও পড়ুন - Brisbane Test: লিঁওর বেল বদলের ভিডিয়ো ভাইরাল, অন্ধবিশ্বাস নাকি অন্য কিছু?

১১ ম্য়াচ শেষে ২১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দু নম্বরেই থেকে গেল এটিকে মোহনবাগান। অন্যদিকে ১১ ম্যাচে এফসি গোয়ার পয়েন্ট ১৯। লিগ টেবিলে তারা এখন তিন নম্বরে।

আরও পড়ুন - Brisbane-এ সুন্দর, শার্দুলের দাপাদাপি, ৩০০ পার Team India-র

.