প্রথম একাদশে পন্থ, বাদ ঋদ্ধিমান; টুইটারে টিম ম্যানেজমেন্টকে ধুয়ে দিলেন ক্রিকেটপ্রেমীরা
ওয়েলিংটনে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম একাদশে জায়গা হল না ঋদ্ধির!
নিজস্ব প্রতিবেদন: ভারত অধিনায়ক বিরাট কোহলি বলেছিলেন, ঋদ্ধিমান সাহা বিশ্বমানের উইকেটকিপার। তবে কি এমন হল যে ওয়েলিংটনে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম একাদশে জায়গা হল না ঋদ্ধির!
নিউ জিল্যান্ড সফরে দলের সঙ্গে শুরু থেকে থাকলেও টি-টোয়েন্টি এবং একদিনের সিরিজে প্রথম একাদশে জায়গা হয়নি তাঁর। কেএল রাহুল খেলেন আটটা ম্যাচেই। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু আগে প্রস্তুতি ম্যাচে প্রথম ইনিংসে রান পাননি ঋদ্ধি কিংবা ঋষভ। দ্বিতীয় ইনিংসে ৭০ রান করেন পন্থ। ৩০ রানে অপরাজিত থাকেন ঋদ্ধিমান সাহা। চোট সারিয়ে ঋদ্ধি ফেরার পর টেস্টে প্রথম একাদশে আর জায়গা হয়নি পন্থের। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে খেলেন ঋদ্ধিই। কিন্তু একটা প্রস্তুতি ম্যাচের নিরিখে কীভাবে আবার ঋদ্ধিকে সরিয়ে প্রথম একাদশে পন্থ জায়গা পেলেন তা নিয়ে ক্রিকেটপ্রেমীরাই দ্বিধাবিভক্ত। টুইটারে টিম ইন্ডিয়া ম্যানেজমেন্টকে কার্যত ধুয়ে দিলেন ভক্তরা।
I don't mind Rishab Pant over Saha in away Tests. His 'keeping is good enough, and in a Test, having a batter who can change the course of the match at no. 6 gives you more wins. Let's see how he goes
Feel for Saha, of course.
— Snehal Pradhan (@SnehalPradhan) February 21, 2020
Pant was told that he was the first choice in limited overs and was dropped in space of 3 series.
Saha was told he was the red ball keeper and was dropped in space of 2 series.
The only reason why I wanted Saha to play. God save our players. #NZvsIND
— Nahata Abhinandan (@cricketgyani_an) February 21, 2020
Injustice done to Saha by Shastri & Co. What was his fault? Why he was dropped and Pant included? Saha is far better as far as wicketkeeper is concerned and if Pant is better batsmen than why was he was not in the ODI team? #NZvsIND
— Sanjeev Kumar Verma (@sanjeevkverma) February 21, 2020
Team management comprising Coach n Captain faultered time n again in team selection which have been noticed in on going first test. Ravindra Jadeja n Wriddhiman Saha should have included in place of Hanuma Bihari n pant respectively. Captain should perform.
— Anupdey2009 (@Anupdey20092) February 21, 2020
I guess the team management knows better; but we as viewers @bcci absolutely are appaled when you serve beer where you needed whiskey. Suprised on Wriddiman Saha exclusion and Mr Pant make @imVkohli faith in you count .. let the Saha sacrifice mean something #IndVsNZ
— Ajay (@ripwanwinkle) February 21, 2020
ওয়েলিংটনে বৃষ্টি বিঘ্নিত টেস্টের প্রথম দিনে ব্যাটিং বিপর্যয় ভারতের। দিনের শেষে প্রথম ইনিংসে ভারতের স্কোর ১২২/৫। রাহানের সঙ্গে ১০ রানে অপরাজিত রয়েছেন ঋষভ পন্থ।
আরও পড়ুন - আইপিএল অল-স্টার ম্যাচ কবে হবে, জেনে নিন