ICC World Cup 2019: এবারের বিশ্বকাপে বিরানব্বই ফিরিয়ে আনতে পারে পাকিস্তান, বলছেন ওয়াকার ইউনিস

এটাই পাকিস্তান ক্রিকেটের সৌন্দর্য।

Updated By: May 28, 2019, 07:00 PM IST
ICC World Cup 2019: এবারের বিশ্বকাপে বিরানব্বই ফিরিয়ে আনতে পারে পাকিস্তান, বলছেন ওয়াকার ইউনিস

নিজস্ব প্রতিবেদন :  ১৯৯২ সালে বিশ্বকাপে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া ইমরান খানের পাকিস্তান ঘুরে দাঁড়িয়ে বিশ্বকাপ জিতেছিল। সেই বিরানব্বইয়ের অ্যাকশিন রিপ্লে এবার দেখতে দেখতে পাচ্ছেন প্রাক্তন পাক পেসার ওয়াকার ইউনিস। তিনি বলছেন, '৯২-এর মতো চমক দেখিয়ে এবারও বিশ্বকাপ জিততে পারে 'আন্ডারডগ' পাকিস্তান।  

আইসিসি-র ওয়েবসাইটে কলামে ওয়াকার লিখেছেন, "২৭ বছর হয়ে গেছে পাকিস্তান সেই প্রথমবার বিশ্বকাপ জিতেছিল। এবার মনে হচ্ছে আবার সেইরকম কিছু হতে পারে। সেবারও আমাদের কেউ ধরে নি যে আমরা বিশ্বকাপ জিতব! আমরা আন্ডারডগ হিসেবেই বিশ্বকাপে নেমেছিলাম। ছন্দে আসতেই আমরা জিতে নিই সবকিছু। এটাই পাকিস্তান ক্রিকেটের সৌন্দর্য।"

আরও পড়ুন - ICC World Cup 2019: ভারত-পাকিস্তান ম্যাচের নিরাপত্তা নিয়ে যা বলল আইসিসি

২০১৫ বিশ্বকাপের পর থেকে পাকিস্তান ৩৫টি ম্যাচ জিতেছে। ৪২টি ম্যাচ হেরেছে। এমনটি টানা ১০টি একদিনের ম্যাচে হেরে বিশ্বকাপে নামবে পাকিস্তান। এমনকী বিশ্বকাপের ওয়ার্ম-আপ ম্যাচেও আফগানিস্তানের কাছে হেরেছে পাকিস্তান। ওয়াকারের মতে, শুরুর দুটি ম্যাচই বিশ্বকাপে পাকিস্তানের ভাগ্য গড়ে দিতে পারে। তিনি বলেন, "পাকিস্তান বিশ্বকাপে আন্ডারডগ হিসেবে শুরু করবে। তবে প্রথম দুটো ম্যাচে হেরে গেলে কিন্তু চাপ হয়ে যাবে। সেখান থেকে ফিরে আসা সত্যিই কঠিন হবে। তাই ভালো শুরু করাটা খুব জরুরি।"

.