বিশ্বফুটবলে ভারত এখন ১৪১ নম্বর

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে নামার আগে ফিফা র‍্যাঙ্কিংয়ে আরও এগোল ভারত। স্টিফেন কনস্ট্যানটাইন ব্রিগেড আগের থেকে ছধাপ ওপরে উঠল।  ফিফার সর্বশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে ১৪১ নম্বরে উঠে এসেছেন সুনীল ছেত্রীরা। কয়েক মাস আগে র‍্যাঙ্কিংয়ে ১৭১ নম্বরে থাকলেও প্রিওয়ার্ল্ড কাপে নেপালকে হারানোর ফলে ১৪৭ উঠে এসেছিল ভারত। এশিয়ার দলের মধ্যে ৪১ নম্বরে থেকে সবার ওপরে ইরান। ১০১ রয়েছে ওমান। বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বে এই দুটো দেশেরই মুখোমুখি হবে ভারত। এ ছাড়াও তুর্কমেনিস্তান একশো তিয়াত্তর ও গুয়াম রয়েছে ঠিক তার পরের ধাপে।

Updated By: Jun 5, 2015, 12:41 PM IST
বিশ্বফুটবলে ভারত এখন ১৪১ নম্বর

ব্যুরো: বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে নামার আগে ফিফা র‍্যাঙ্কিংয়ে আরও এগোল ভারত। স্টিফেন কনস্ট্যানটাইন ব্রিগেড আগের থেকে ছধাপ ওপরে উঠল।  ফিফার সর্বশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে ১৪১ নম্বরে উঠে এসেছেন সুনীল ছেত্রীরা। কয়েক মাস আগে র‍্যাঙ্কিংয়ে ১৭১ নম্বরে থাকলেও প্রিওয়ার্ল্ড কাপে নেপালকে হারানোর ফলে ১৪৭ উঠে এসেছিল ভারত। এশিয়ার দলের মধ্যে ৪১ নম্বরে থেকে সবার ওপরে ইরান। ১০১ রয়েছে ওমান। বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বে এই দুটো দেশেরই মুখোমুখি হবে ভারত। এ ছাড়াও তুর্কমেনিস্তান একশো তিয়াত্তর ও গুয়াম রয়েছে ঠিক তার পরের ধাপে।

 

.