Cristiano Ronaldo, FIFA World Cup 2022: প্রথম অনুশীলনেই রোনাল্ডোর পর্তুগাল শিবিরে তীব্র অশান্তি! কিন্তু কেন? কার জন্য?

Cristiano Ronaldo, FIFA World Cup 2022: ফুটবলারদের নিয়ে আলাদাভাবে অনুশীলন সারবেন। সেইজন্য দোহা শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে শাহানায়া স্পোর্টস সেন্টারে ঘাঁটি গেড়েছেন পর্তুগালের হেড কোচ ফার্নান্দো স্যান্টোস (Fernando Santos)। কিন্তু প্রথমদিনেই তাঁর পুরো পরিকল্পনা জলে চলে গেল।

Updated By: Nov 20, 2022, 09:04 PM IST
Cristiano Ronaldo, FIFA World Cup 2022: প্রথম অনুশীলনেই রোনাল্ডোর পর্তুগাল শিবিরে তীব্র অশান্তি! কিন্তু কেন? কার জন্য?
সতীর্থদের সঙ্গে অনুশীলনে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ছবি: টুইটার

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: কেরিয়ারের শেষ বিশ্বকাপ বলে কথা। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) কাছে কাতার বিশ্বকাপের (FIFA World Cup 2022) গুরুত্ব একেবারেই আলাদা। তিনবার ব্যালন ডি'ওর (Ballon d'Or) পেয়েছেন। ২০১৬ সালে ইউরো কাপ (Euro Cup) জিতেছেন। কিন্তু এই সোনালি কাপ যে পর্তুগালের মহাতারকার কাছে এখনও 'সোনার পাথর বাটি'-র মতো! তাই সবাই ভেবেছিল এবার তিনি আরও বেশি ফোকাসড হয়ে মাঠে নামবেন। কিন্তু এর বদলে 'সি আর সেভেন' (CR 7) এবং পর্তুগাল (Portugal) দলকে নিয়ে নিত্য নতুন বিতর্ক লেগেই রয়েছে। এবং সেই বিতর্কের কেন্দ্রে রয়েছেন এক ও অদ্বিতীয় রোনান্ডো! কারণ পেপে-নুনো মেন্ডেজরা চরম বিশৃঙ্খলা ও অশান্তির জেরে মন দিয়ে অনুশীলন করতেই পারলেন না। ট্রেনিং থেকে শুরু করে বার্নান্ডো সিলভার সাংবাদিক সম্মেলন, সব জায়গায় ঘুরেফিরে চলে এল ম্যানচেস্টার ইউনাইটেড (Manchestar United) ও 'রেড ডেভিলস'-এর (Red Devils) হেড কোচ এরিকে টেন হ্যাগের (Erik ten Hag) বিরুদ্ধে বহু বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গ। 

ফুটবলারদের নিয়ে আলাদাভাবে অনুশীলন সারবেন। সেইজন্য দোহা শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে শাহানায়া স্পোর্টস সেন্টারে ঘাঁটি গেড়েছেন পর্তুগালের হেড কোচ ফার্নান্দো স্যান্টোস (Fernando Santos)। কিন্তু প্রথমদিনেই তাঁর পুরো পরিকল্পনা জলে চলে গেল। প্রায় একশ জনের বেশি ক্রীড়া সাংবাদিক ও চিত্রগ্রাহকদের আমন্ত্রণ জানালেও, শেষ মুহূর্তে মাত্র কয়েকজন মাঠের একপ্রান্তে দাঁড়ানোর সুযোগ পান। সেটা নিয়ে পর্তুগাল টিম ম্যানেজমেন্টের সঙ্গে শুরু হয় সংবাদমাধ্যমের ব্যাপক ঝামেলা। এমনকি রোনাল্ডোর দেশের সাংবাদিকরাও ফার্নান্দো স্যান্টোস এবং তাঁর সাপোর্ট স্টাফদের আচরণ মেনে নিতে পারেননি। 

আরও পড়ুন: Cristiano Ronaldo, FIFA World Cup 2022: টাইমস স্কোয়্যারে মোমের রোনাল্ডো! উদ্বোধন করলেন 'সি আর সেভেন', ভিডিয়ো ভাইরাল

আরও পড়ুন: FIFA World Cup 2022, Lionel Messi and Cristiano Ronaldo: বিশ্বকাপ মহারণের আগে দাবার বোর্ডে মুখোমুখি দুই প্রবল প্রতিদ্বন্দ্বী! মেসি-রোনাল্ডোর বিজ্ঞাপন ভাইরাল

এরপর বিতর্ক শুরু হয় সাংবাদিক সম্মেলনে। এক পর্তুগীজ সাংবাদিক বার্নান্ডো সিলভাকে প্রশ্ন করে বসেন, 'আচ্ছা ম্যানচেস্টার ইউনাইটেড ও হেড কোচ এরিকে টেন হ্যাগের বিরুদ্ধে রোনাল্ডো বিতর্কিত মন্তব্য করার জন্য কি পর্তুগালকে ভুগতে হবে?' 

বার্নান্ডো সিলভার উত্তর যেন তৈরিই ছিল। তিনি বলেন, 'এতে পর্তুগাল শিবিরে কোনও প্রভাব পড়েনি। কাতারে পর্তুগাল দলের মুড এখন খুব ভাল। ইংল্যান্ড থেকে যে খবরগুলি আসছে সেগুলির সঙ্গে পর্তুগাল দলের কোনও সম্পর্ক নেই। এতে আমি জড়িয়ে নেই। ক্রিশ্চিয়ানো জড়িয়ে। অতএব আমাকে উত্তর দিতে হবে এমন কোনও মানে নেই।' 

তিনি আরও যোগ করেন, 'পুরো বিষয়ের সঙ্গে ক্রিশ্চিয়ানোর সম্পর্ক রয়েছে। আমি ম্যানচেস্টার ইউনাইটেডের সদস্য নই, হলেও মন্তব্য করতাম না। কারণ আমরা এখন জাতীয় দলে রয়েছি। তাই এই বিষয়ে মন্তব্য করব না। আমি ওকে জাতীয় দলের প্রতি মনোযোগী হতে দেখেছি। দলকে সাহায্য করার জন্য মুখিয়ে রয়েছে ক্রিশ্চিয়ানো।' 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.