Neeraj Chopra : পুরো ফিট, কবে জ্যাভলিন হাতে ট্র্যাকে নামছেন 'সোনার ছেলে'?
Neeraj Chopra : অঞ্জু ববি জর্জের পর দ্বিতীয় ভারতীয় হিসাবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দেশকে দ্বিতীয় পদক এনে দিয়েছিলেন নীরজ। ২০০৩ সালে প্যারিসে অঞ্জু লং জাম্পে ব্রোঞ্জ পান। ১৯ বছর পর অঞ্জুকে ছাপিয়ে নীরজ রুপো জিতে দেশর মুখ বিশ্বমঞ্চে ফের উজ্জ্বল করেছিলেন।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে অপেক্ষার অবসান। পুরো ফিট হয়ে ফের জ্যাভলিন হাতে ট্র্যাকে নামছেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। শুক্রবার অর্থাৎ ২৬ অগস্ট ফের খেলার জগতে ফিরছেন 'সোনার ছেলে'। কুঁচকির চোটের জন্য কমনওয়েলথ গেমস (Commonwealth Games) থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন টোকিয়ো অলিম্পিক্সে (Tokyo Olympics) সোনাজয়ী ভারতের (India) এই অ্যাথলিট। আগামি ২৬ অগস্ট লুসানে শুরু হচ্ছে ডায়মন্ড লিগ মিটিং (Lausanne Diamond League)। ট্র্যাকে ফেরার বার্তা নীরজ নিজেই জানিয়েছেন। মঙ্গলবার টুইটারে ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) এই জওয়ান লিখেছেন, 'আমি এখন ফিট। শক্তিশালী মনে হচ্ছে। শুক্রবারের জন্য তৈরি হচ্ছি। আপনাদের পাশে চাই। দেখা হবে।'
অ্য়াথলেটিক ফেডারেশন অফ ইন্ডিয়ার (Athletics Federation of India, AFI) সহ সভাপতি আদিল সুমারিওয়ালাও নীরজের ফিটনেসের ব্যাপারে সবুজ সংকেত দিয়েছেন। । তিনি সংবাদ সংস্থা পিটিআই-কে বলেছেন, ''নীরজ মেডিক্যালি ফিট। তাই ওর লুসানে আয়োজিত ডায়মন্ড লিগ মিটিংয়ে ফিরছে। গত জুলাই মাসে মার্কিন মুলুকে অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছিলেন নীরজ। সেই মেগা ফাইনাল খেলার সময় নীরজের কুঁচকিতে চোট লেগেছিল।
— Neeraj Chopra (@Neeraj_chopra1) August 23, 2022
আরও পড়ুন: FIFA ban AIFF : নির্বাচনের আগেই কেন ফিফার কাছে নির্বাসন তুলে নেওয়ার আবেদন জানাল এআইএফএফ? জেনে নিন
আরও পড়ুন: FIFA Ban AIFF, AIFF Elections : ফিফার নির্বাসন তুলতে কবে নির্বাচন? ঘোষণা করল সুপ্রিম কোর্ট
রুপো জিতলেও, চতুর্থ থ্রোয়ের পর তিনি থাইয়ে অস্বাচ্ছন্দ্য বোধ করেন। যতটা জোর দিয়ে তিনি তাঁর বর্শা ছুড়তে চেয়েছিলাম, সেটা করতে পারেননি। নীরজ কমনওয়েলথে নামলে ভারতকে যে, পদক এনে দিতেন তা বলাই যায়। কারণ আগুনে ফর্মে ছিলেন তিনি। ২০১৮ সালে গোল্ড কোস্টে আয়োজিত কমনওয়েলথে নীরজ সোনা জিতেছিলেন। কিন্তু ভবিষ্যতের কথা ভেবে নিজেকে বার্মিংহ্যাম থেকে সরিয়ে নিয়েছিলেন নীরজ।
অঞ্জু ববি জর্জের পর দ্বিতীয় ভারতীয় হিসাবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দেশকে দ্বিতীয় পদক এনে দিয়েছিলেন নীরজ। ২০০৩ সালে প্যারিসে অঞ্জু লং জাম্পে ব্রোঞ্জ পান। ১৯ বছর পর অঞ্জুকে ছাপিয়ে নীরজ রুপো জিতে দেশর মুখ বিশ্বমঞ্চে ফের উজ্জ্বল করেছিলেন। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে গ্রেনাডার অ্যান্ডারসন পিটারস প্রথমেই ছোড়েন ৯০.৫৪ মিটার জ্যাভলিন ছুড়ে সোনা পেয়েছেন। নীরজ এই ইভন্টে প্রথমেই ফাউল থ্রো করেন। অ্যান্ডারসন প্রথমেই ছোড়েন ৯০.২১ মিটার। ফলে নীরজের কাজটা কঠিন হয়ে যায়। দ্বিতীয় সুযোগে নীরজ ছোড়েন ৮২.৩৯ মিটার। তৃতীয় সুযোগে দূরত্ব বাড়ান টোকিয়ো অলিম্পিক্সের পদকজয়ী। নীরজ ছোড়েন ৮৬.৩৭ মিটার। ফলে চতুর্থ স্থানে ছিলেন তিনি। নিজের চতুর্থ থ্রোয়ে ৮৮.১৩ মিটার দূরে জ্যাভলিন ছোড়েন নীরজ।