করোনা সঙ্গে বন্যা! অসম নিয়ে উদ্বিগ্ন সুনীল ছেত্রী দেশবাসীর কাছে প্রার্থনা জানালেন

করোনার কারণে অসমের বন্যা সেভাবে সামনে আসেনি।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Jul 17, 2020, 08:41 PM IST
করোনা সঙ্গে বন্যা! অসম নিয়ে উদ্বিগ্ন সুনীল ছেত্রী দেশবাসীর কাছে প্রার্থনা জানালেন
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদন: একে করোনায় রক্ষে নেই সঙ্গে দোসর বন্যা। লাগাতার বর্ষনে অসমের বন্যা পরিস্থিতির বেশ অবনতি হয়েছে। বিভীষিকার ছায়া গ্রাস করে আছে উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যের ২৫টি জেলাকে। অসমবাসীর পাশে দাঁড়িয়ে দেশবাসীর কাছে প্রার্থনা জানালেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী।

অসমের বন্যায় জলের তলায় বিস্তীর্ন এলাকা। লক্ষাধিক মানুষ ঘরছাড়া। ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে কাজিরাঙা ফরেস্টও। বন্যায় চূড়ান্ত বিপদের মুখে কাজিরাঙা জাতীয় উদ্যানের বন্যপ্রাণীরা। বন্যায় কাজিরাঙা উদ্যান ভেসে যাওয়াতে হাতি, হরিণ-সহ একাধিক বণ্যপ্রানীরা উঁচু জায়গার খোঁজে জাতীয় সড়কের উপর উঠে আসছে। বিশেষ করে যত্রতত্র দেখা যাচ্ছে গন্ডার।

করোনার কারণে অসমের বন্যা সেভাবে সামনে আসেনি। তাই গোটা দেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করতে এবার এগিয়ে এলেন সুনীল ছেত্রী। অসমকে সবরকমের সাহায্যের জন্য তিনি তৈরি বলেও জানালেন।

আরও পড়ুন - আর্থিক সাহায্য নিয়ে ওড়িশা সরকারের সঙ্গে সংঘাতে ভারতীয় অ্যাথলিট!  

.