শারাপোভা চেনেন না সচিনকে, ভারত চেনে না মেরি কমকে!

সচিন তেন্ডুলকরকে না চেনায় মারিয়া শারাপোভাকে নিয়ে ছিছিক্কার করেছিল এরাই। ভারত যাকে ক্রিকেটের ভগবান মনে করে সুদূর আমেরিকায় বসে রাশিয়া বংশোদ্ভূত মারিয়া জানবেন না তিনি কে? এও কি হতে পারে? তাঁর তো গর্দান যাওয়া উচিত্‍ ছিল। সোশ্যাল নেটওয়ার্কিং সাই ভরে গিয়েছিল সচিন ভক্তদের কটূক্তিতে। কে মারিয়া শারাপোভা? এই প্রশ্ন তুলেছিলেন তাঁরা। সত্যিই তো! চিনবেন কেমন করে। নিজেরে দেশের অলিম্পিক পদকজয়ী বক্সারকেই তাঁরা চেনেন না, মারিয়া শারাপোভা তো দূর অস্ত।

Updated By: Jul 11, 2014, 11:12 PM IST

সচিন তেন্ডুলকরকে না চেনায় মারিয়া শারাপোভাকে নিয়ে ছিছিক্কার করেছিল এরাই। ভারত যাকে ক্রিকেটের ভগবান মনে করে সুদূর আমেরিকায় বসে রাশিয়া বংশোদ্ভূত মারিয়া জানবেন না তিনি কে? এও কি হতে পারে? তাঁর তো গর্দান যাওয়া উচিত্‍ ছিল। সোশ্যাল নেটওয়ার্কিং সাই ভরে গিয়েছিল সচিন ভক্তদের কটূক্তিতে। কে মারিয়া শারাপোভা? এই প্রশ্ন তুলেছিলেন তাঁরা। সত্যিই তো! চিনবেন কেমন করে। নিজেরে দেশের অলিম্পিক পদকজয়ী বক্সারকেই তাঁরা চেনেন না, মারিয়া শারাপোভা তো দূর অস্ত।

মুম্বইয়ের রাস্তায় কিছু যুবক যুবতীকে করা হয়েছিল সাধারণ কিছু প্রশ্ন। ইউটিউবে পোস্ট করা সেই ভিডিও দিচ্ছে অজানা সব তথ্য। যেখানে মেরি কম হয়ে খেলেন হকি বা টেনিস। পঙ্কজ আভানি খেলেন দাবা আর নারয়ণ কার্তিকেয়ন খেলেন ক্রিকেট। এখানে জনস্বার্থে জানিয়ে রাখি, এরমধ্যেই বক্সিংয়ে সাফল্যের জন্য অর্জুন পুরস্কার পেয়েছেন মেরি কম, বিলিয়ার্ডসে নজিরবিহীন সাফল্যে অর্জুন পুরস্কার পেয়ছেন আভানি ও কার্তিকেয়ন ভারতের প্রথম ফর্মুলা ওয়ান রেসার। এবং এরা সকলেই ভারতীয়। তবে ভারতের যুবক যুবতীরা এদেরে চেনেন না। কিন্তু আশা করে রাশিয়া, যে দেশ কোনওদিনই ক্রিকেট খেলেনি সে দেশের তরুণী ঠিকুজি কুষ্ঠী জানবেন সচিনের।

যাই হোক। এসব বিতর্কে না গিয়ে বরং তুলে দিলাম কিছু প্রশ্ন ও তার উত্তর-

প্রশ্ন-বাইচুং ভুটিয়া কোন খেলার সঙ্গে যুক্ত?
উ-টেনিস বা স্নুকার

প্র-মহেশ ভূপতি কী খেলেন?
উ-অলিম্পিক

এদের চেনা তো দূরের কথা এ দেশে বিশ্বের সবথেকে সম্মানীয় অলিম্পিকও বনে যায় কোনও বিশেষ খেলা!

দেখুন ভিডিও-

.