বিতর্কিত আর ক্রিকেট পাগল প্রশাসক জয়বন্ত লেলে প্রয়াত

ভারতীয় ক্রিকেট প্রশাসনের বটগাছ হিসাবে পরিচিত জয়বন্ত লেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বৃহস্পতিবারে রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বরোদায় তাঁর নিজ বাসভবনে মারা যান বিসিসিআইয়ের প্রাক্তন সচিব লেলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫। তিনি রেখে গেলেন স্ত্রী,এক পুত্র,এক কন্যাকে।

Updated By: Sep 20, 2013, 02:21 PM IST

ভারতীয় ক্রিকেট প্রশাসনের বটগাছ হিসাবে পরিচিত জয়বন্ত লেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বৃহস্পতিবারে রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বরোদায় তাঁর নিজ বাসভবনে মারা যান বিসিসিআইয়ের প্রাক্তন সচিব লেলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫। তিনি রেখে গেলেন স্ত্রী,এক পুত্র,এক কন্যাকে।
ক্রিকেট প্রশাসক হিসাবে তিনি বরাবরই বিতর্কে জড়িয়েছিলেন। ২০০০ সালে তাঁর সময়েই গড়াপেটা বিতর্কে ভারতীয় ক্রিকেটে ঝড় উঠেছিল। ১৯৯৯ অস্ট্রেলিয়া সফর চলাকালীন তিনি সাংবাদিকদের বলেছিলেন ভারত ০-৩ টেস্ট সিরিজ হারবে। লেলের ভবিষ্যতবাণী অক্ষরে অক্ষরে মিলে যায়। সচিন তেন্ডুলকরের নেতৃত্বে খেলতে নেমে ভারত অসিদের কাছে ০-৩ টেস্ট সিরিজ হারে।
১৯৮০ সালে শারজায় খেলতে গিয়ে দাউদের সঙ্গে ঘনিষ্ঠতায় জড়িয়ে পড়ে বড় বিপদে পড়ে গিয়েছিলেন লেলে। এ ছাড়া লেলেকে নিয়ে বিতর্ক কম হয়নি। তবে এসব সত্ত্বেও একটা কথা তাঁকে নিয়ে বরাবর বলা হয়। তা হল তাঁর মত ক্রিকেট পাগল মানুষ ভারতে খুব কম খুঁজে পাওয়া যাবে। তাই সেদিনের গাভাসকর, চিরকালীন সচিন, কিংবা আজকের যুবরাজ, ধোনিরা। সবাই তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ। শোকস্তব্ধ দেশের ক্রিকেটও।

Tags:
.