T20 World Cup: বিশ্বকাপ থেকে বাদ Sarfaraz! দল ঘোষণা করে দিল Pakistan
আগামী ২৪ অক্টোবর বিরাট কোহলি অ্যান্ড কোংয়ের বিরুদ্ধে বাবরদের বিশ্বকাপ অভিযান শুরু হবে।
নিজস্ব প্রতিবেদন: চার বছর আগে তাঁর ক্যাপ্টেনসিতেই পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারতকে হারিয়ে। এবার দেশের হয়ে ইতিহাস লেখা প্রাক্তন অধিনায়ক সরফরাজ আহমেদেরই (Sarfaraz Ahmed) জায়গা হল না আসন্ন টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) পাকিস্তান দলে। সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে তাঁকে বাদ দিয়েই দল করেছিল পাকিস্তান। এবার কুড়ি ওভারের বিশ্বকাপ দলও হল তাঁকে বাদ দিয়েই।
https://t.co/vStLml8yKw#PAKvNZ | #PAKvENG | #T20WorldCup pic.twitter.com/9samGbJgDJ
(@TheRealPCBMedia) September 6, 2021
সরফরাজ ২০১৯ সালে ক্যাপ্টেনসি থেকে বাদ পড়েন। যদিও জাতীয় দলে প্রত্যাবর্তন করেও তাঁর নিয়মতি জায়গা হয় না দলে। অধিনায়কত্ব হারানোর পর সরফরাজ দেশের হয়ে মাত্র ২টি টি-২০ ম্যাচই খেলেছেন। ২০১৯ থেকে টেস্ট ও ২০২০ থেকে তিনি ওয়ানডে খেলেননি। প্রত্যাশিত মতো দলকে নেতৃত্ব দেবেন বাবর আজম (Babar Azam)। এই প্রথমবার কোনও আইসিসি ইভেন্টে দেশকে নেতৃত্ব দেবেন বিশ্বের এক নম্বর ওয়ানডে ব্যাটসম্যান ও পাক ক্যাপ্টেন। আগামী ২৪ অক্টোবর বিরাট কোহলি অ্যান্ড কোংয়ের বিরুদ্ধে বাবরদের বিশ্বকাপ অভিযান শুরু হবে।
আরও পড়ুন: গ্যালারিতে শব্দব্রহ্ম! Manchester United র হয়ে মাঠে নেমে পড়লেন Cristiano Ronaldo
পাকিস্তান টি-২০ বিশ্বকাপ দল (Pakistan's T20 World Cup squad): বাবর আজম (Babar Azam ), শাহদাব খান (Shadab Khan), আসিফ আলিল (Asif Ali), আজম খান (Azam Khan), হ্যারিস রউফ (Haris Rauf), হাসান আলি (Hasan Ali), ইমাদ ওয়াসিম (Imad Wasim), খুশদিল শাহ (Khushdil Shah), মহম্মদ হাফিজ (Mohammad Hafeez), মহম্মদ হাসনায়েন (Mohammad Hasnain), মহম্মদ নাওয়াজ (Mohammad Nawaz), মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan), মহম্মদ ওয়াসিম জুনিয়র (Mohammad Wasim Junior), শাহিন আফ্রিদি (Shaheen Afridi) ও শোয়েব মাসকুদ (Sohaib Maqsood)