স্কি করতে গিয়ে মস্তিষ্কে গুরুতর আঘাত পেলেন মাইকেল শুমাখার, ফ্রান্সের হাসপাতালে মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছেন জার্মান এই ফর্মুলাওয়ান কিংবদন্তী
সাতবারের ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন মাইকেল শুমাখার এখন যুদ্ধ করছেন মৃত্যুর সঙ্গে। রবিবার ফ্রেঞ্চ আলপস-এ স্কাই ড্রাইভিং করার সময় মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হন এই প্রবাদপ্রতিম ক্রীড়াবিদ। হাসপাতাল সূত্রে খবর বর্তমানে কোমাতে রয়েছেন শুমাখার। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
সাতবারের ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন মাইকেল শুমাখার এখন যুদ্ধ করছেন মৃত্যুর সঙ্গে। রবিবার ফ্রেঞ্চ আলপস-এ স্কাই ড্রাইভিং করার সময় মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হন এই প্রবাদপ্রতিম ক্রীড়াবিদ। হাসপাতাল সূত্রে খবর বর্তমানে কোমাতে রয়েছেন শুমাখার। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
৪৪ বছরের প্রাক্তন ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন দক্ষিণপূর্ব ফ্রান্সের গ্রেনোবল শহরের একটি হাসপাতালে ভর্তি। কিংবদন্তী শুমাখারের চিকিৎসার দায়িত্বে থাকা ডাক্তাররা জানিয়েছেন মস্তিষ্কে গুরুতর চোট পেয়েছেন তিনি। খুব দ্রুত তাঁর নিউরোসার্জিকাল অপরেশন করা দরকার।
রবিবার স্কি করতে গিয়ে পড়ে গিয়ে একটি পাথরের সঙ্গে জার্মানির এই ক্রীড়াবিদের মাথায় চোট লাগে। তৎক্ষণাৎ তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে গ্রেনোবেলের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্যারিস থেকে তাঁর চিকিৎসার জন্য বিশেষজ্ঞ নিউরোসার্জেনকে নিয়ে আসা হয়েছে।