করোনা কাড়ল প্রাণ, প্রয়াত কলকাতার দুই প্রধানে খেলা রাহুল কুমার

দীর্ঘদিন ধরেই লিভারের সমস্যায়ও ভুগছিলেন তিনি।

Updated By: May 20, 2021, 05:53 PM IST
করোনা কাড়ল প্রাণ, প্রয়াত কলকাতার দুই প্রধানে খেলা রাহুল কুমার

নিজস্ব প্রতিবেদন: লিভারের সমস্যা ছিলই, করোনার ধাক্কাটা আর সামলাতে পারলেন না। প্রয়াত হলেন কলকাতার দুই প্রধানে খেলা ফুটবলার রাহুল কুমার। তাঁর আকস্মিক প্রয়াণের শোকের ছায়া ফুটবলমহলে।

আদপে পাঞ্জাবের ছেলে। তবে প্রতিভার জোরে কলকাতার ময়দানে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছিলেন রাহুল কুমার। একটা সময়ে চুটিয়ে ফুটবল খেলেছেন মোহনবাগান ও মহমেডানে স্পোটিং ক্লাবে। এমনকী, ইউনাইটেড স্পোর্টস ও সার্দান সমিতি জার্সিতে খেলতে দেখা গিয়েছে তাঁকে। আই লিগে সালগাঁওকারের হয়েও খেলেছেন রাহুল।

আরও পড়ুন: IPL 2021: বাড়ি ফিরে এখন কী করছেন Dhoni? ভিডিয়ো শেয়ার করলেন Sakshi

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই লিভার ক্যান্সারে ভুগছিলেন রাহুল কুমার। সম্প্রতি তাঁর করোনা সংক্রমণ ধরা পড়ে। শারীরিক অবস্থা অবনতি হচ্ছিল দ্রুত। শেষপর্যন্ত এদিন সকালে পাঞ্জাবেই মারা যান ময়দানের প্রাক্তন এই ফুটবলার।

আরও পড়ুন: COVID-19: দেশের প্রাক্তন মহিলা ক্রিকেটারের মা হাসপাতালে, খবর পেয়ে লক্ষাধিক টাকা দিলেন Virat Kohli

.