IPL 2021: বাড়ি ফিরে এখন কী করছেন Dhoni? ভিডিয়ো শেয়ার করলেন Sakshi

ভিডিও-তে দেখা যাচ্ছে ধোনি নিজের বিরাট ফার্মহাউসের লনে তাঁর প্রিয় সারমেয়দের সঙ্গে খেলছেন।

Updated By: May 19, 2021, 11:58 PM IST
IPL 2021: বাড়ি ফিরে এখন কী করছেন Dhoni? ভিডিয়ো শেয়ার করলেন Sakshi

নিজস্ব প্রতিনিধি: কোভিড (COVID-19) আক্রান্ত আইপিএল (IPL 2021) স্থগিত হওয়ায় ফের রাঁচিতে ফিরে এসেছেন এমএস ধোনি (MS Dhoni)। তবে চেন্নাই সুপার কিংসের (CSK) অধিনায় দলের মধ্যে সবার শেষে বাড়ি ফিরেছেন। ইয়েলো আর্মির সেনাপতি জানিয়েই দিয়েছিলেন যে, টিমের সবাই না-ফেরা পর্যন্ত তিনি হোটেলেই থাকবেন, সবার পরে তিনি ফিরবেন।

আইপিএল মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায় ধোনির ফ্যানেরা রীতিমতো দুঃখ পেয়েছেন। কারণ তাঁদের প্রিয় প্লেয়ার আর দেশের হয়ে খেলেন না এখন। মাহি শুধুই আইপিএল খেলেন চেন্নাইয়ের জার্সিতে। তবে ধোনির স্ত্রী সাক্ষী একটি ভিডিয়ো শেয়ার করেছেন ইনস্টাগ্রামে, যা দেখে ধোনির ভক্তরা ফের একবার আনন্দে মেতে উঠেছেন। ভিডিও-তে দেখা যাচ্ছে ধোনি নিজের বিরাট ফার্মহাউসের লনে তাঁর প্রিয় সারমেয়দের সঙ্গে খেলছেন। যদিও তাঁর গায়ে চেন্নাইয়ের প্র্যাকটিস জার্সিই রয়েছে।

আরও পড়ুন; ২ বছরের ছেলেকে নিয়েই ইংল্যান্ডে যেতে চাইছেন Sania Mirza, ব্রিটিশ সরকারকে চিঠি ভারতের

৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে এবার ২ নম্বরে ছিল সিএসকে। ঠিক দিল্লি ক্যাপিটালসের পরেই। এই মরসুমে চেন্নাই এক্সপেসের দৌড় দেখে মনে হচ্ছিল ফের একবার ধোনি অ্যান্ড কোং কিছু ম্যাজিক দেখাতে চলেছে।