Salvatore Schillaci dies: ৯০ বিশ্বকাপের সেরা ফুটবলার, সর্বোচ্চ গোলদাতা! প্রয়াত সালভাতোর স্কিলাচ্চি
১৯৯০ বিশ্বকাপে ইতালি প্রথম দলের ছিলেন না। পরিবর্ত ফুটবলার হিসেবে খেলার সুযোগ পেয়েছিলেন স্কিলাচ্চি। ৬ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন তিনিই, তবে বিশ্বচ্যাম্পিয়ন হতে পারেননি। সেবার বিশ্বকাপে তৃতীয় স্থানে শেষ করেছিল ইতালি। ১৯৮৯-৯০ জাতীয় দলে হয়ে জিতেছিলেন কোপ্পা ইটালিয়া এবং উয়েফা কাপ।
দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়: ৩ বছর ধরে ক্যানসারে ভুগছিলেন। প্রয়াত সালভাতোর স্কিলাচ্চি। স্রেফ সর্বোচ্চ গোলদাতা নয়, ১৯৯০ বিশ্বকাপে সেরা ফুটবলারও নির্বাচিত হয়েছিলেন তিনি। বয়স হয়েছিল ৫৯ বছর।
আরও পড়ুন: IND vs BAN: 'ভারত কাউকে ডরায় না' ! এই হেডমাস্টার আলাদা ধাতুরই, বাংলাদেশ ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে গেল
১৯৯০ বিশ্বকাপে ইতালি প্রথম দলের ছিলেন না। পরিবর্ত ফুটবলার হিসেবে খেলার সুযোগ পেয়েছিলেন স্কিলাচ্চি। ৬ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন তিনিই, তবে বিশ্বচ্যাম্পিয়ন হতে পারেননি। সেবার বিশ্বকাপে তৃতীয় স্থানে শেষ করেছিল ইতালি। ১৯৮৯-৯০ জাতীয় দলে হয়ে জিতেছিলেন কোপ্পা ইটালিয়া এবং উয়েফা কাপ।
সাধারণ যে বয়সে ফুটবলাররা খ্যাতি পান, তার থেকে একটু বেশি বয়সেই খ্যাতি পেয়েছিলেন স্কিলাচ্চি। তখন খেলতেন ইতালির দ্বিতীয় ডিভিশনের ক্লাব মেসিনায়। ১৯৮৮-৮৯ মরসুমের সর্বোচ্চ গোলদাতা হয়ে প্রথম নজর কাড়েন স্কিলাচ্চি। পরে তাঁকে কিনে নিয়েছিল জুভেন্টাস।
স্কিলাচ্চি ইতালির প্রথম ফুটবলার, যিনি জাপানের জে লিগে খেলতে গিয়েছিলেন। ১৯৯৭ সালে তাঁর হাত ধরেই জে লিগে চ্যাম্পিয়ন হয়েছিল জুবিলো ইওয়াতা। ১৯৯৯ সালে পেশাদার ফুটবল থেকে অবসর নেন স্কিলাচ্চি। ১৯৯০-এর পর আর কোনও বিশ্বকাপের দলে সুযোগ পাননি। তবে সেই বিশ্বকাপের জন্য মনে থেকে যাবেন তিনি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)