রবিবার রাতে তৃতীয়বার লাকি হতে চাইছে দিদিয়ের দেঁশর ফ্রান্স!

  ফ্রান্স জুড়ে এখন ইউফোরিয়া। চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছেন ফ্রান্সের ফুটবলপ্রেমিরা। পরিসংখ্যানও লে ব্লুজদের পক্ষে। ঘরের মাঠে বড় টুর্নামেন্টের ফাইনাল হলেই ট্রফি হাতে তোলেন ফরাসি ফুটবলাররা। এবারও সেই ট্র্যাডিশন ধরে রাখতে চাইছে দিদিয়ের দেশঁর দল। ঘরের মাঠে মানেই লাকি লে ব্লুজদের কাছে।উনিশশো চুরাশি সালে মিশেল প্লাতিনির নেতৃত্বে স্পেনকে ২-০ গোলে হারিয়ে ফ্রান্সের প্রথম ইউরো কাপ জয় এসেছিল ঘরের মাঠেই। আর চোদ্দ বছর পর অর্থাত ১৯৯৮ সালে ব্রাজিলকে ৩-০ গোলে হারিয়ে  দিদিয়ের দেঁশ-র  হাত ধরে ফ্রান্সের প্রথম বিশ্বকাপ জয়ও ঘরের মাঠেই।

Updated By: Jul 8, 2016, 04:11 PM IST
রবিবার রাতে তৃতীয়বার লাকি হতে চাইছে দিদিয়ের দেঁশর ফ্রান্স!

ওয়েব ডেস্ক:  ফ্রান্স জুড়ে এখন ইউফোরিয়া। চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছেন ফ্রান্সের ফুটবলপ্রেমিরা। পরিসংখ্যানও লে ব্লুজদের পক্ষে। ঘরের মাঠে বড় টুর্নামেন্টের ফাইনাল হলেই ট্রফি হাতে তোলেন ফরাসি ফুটবলাররা। এবারও সেই ট্র্যাডিশন ধরে রাখতে চাইছে দিদিয়ের দেশঁর দল। ঘরের মাঠে মানেই লাকি লে ব্লুজদের কাছে।উনিশশো চুরাশি সালে মিশেল প্লাতিনির নেতৃত্বে স্পেনকে ২-০ গোলে হারিয়ে ফ্রান্সের প্রথম ইউরো কাপ জয় এসেছিল ঘরের মাঠেই। আর চোদ্দ বছর পর অর্থাত ১৯৯৮ সালে ব্রাজিলকে ৩-০ গোলে হারিয়ে  দিদিয়ের দেঁশ-র  হাত ধরে ফ্রান্সের প্রথম বিশ্বকাপ জয়ও ঘরের মাঠেই।

আরও পড়ুন শুধু লেখা নয়, বৃষ্টির রাতে শুনুন এক অন্য FM

রবিবার রাতে থার্ড টাইম লাকি হতে চাইছে দিদিয়ের দেঁশ-র। ব্রাজিলকে হারিয়ে যে মাঠে বিশ্বকাপ জিতেছিলেন বর্তমান ফ্রান্সের কোচ । সেই মাঠেই রোনাল্ডোদের বিরুদ্ধে ইউরোর ফাইনাল খেলতে নামছেন গ্রেইজম্যান-জিরুডরা। ফরাসি শিবিরের আশা ঘরের মাঠে বড় ট্রফি জেতার যে ট্র্যাডিশান এবারও সেটা অব্যাহত থাকবে। গত কয়েকবছর ধরে খারাপ পারফরম্যান্স আর বিতর্কের কারণে জাতীয় দলকে ঘিরে সমর্থকদের মধ্যে হতাশা গ্রাস করেছিল। তবে এবার গ্রেইজম্যানদের সাফল্যে গোটা ফ্রান্স জুড়ে যেন ইউফোরিয়া। প্যারিসে মাঠে নামার আগে সমর্থকদের এই আবেগ আর ভালবাসাকেই বাড়তি শক্তি হিসাবে দেখছেন ফরাসি কোচ দিদিয়ের দেঁশ।

আরও পড়ুন  সলমন এবং আমির খানকে সুশীল সমাজের গুরুত্বপূর্ণ প্রশ্ন

.