গম্ভীরের দুই মেয়েকে দেখাশোনা করতেন, লকডাউনে মৃত্যু পরিচারিকার; শেষকৃত্যের দায়িত্ব নিলেন গৌতম

গম্ভীরের দুই মেয়েকে দেখভাল করতেন সরস্বতী পাত্র নামে এক পরিচারিকা।

Updated By: Apr 24, 2020, 08:13 PM IST
গম্ভীরের দুই মেয়েকে দেখাশোনা করতেন, লকডাউনে মৃত্যু পরিচারিকার; শেষকৃত্যের দায়িত্ব নিলেন গৌতম

নিজস্ব প্রতিবেদন: করোনার জেরে লকডাউন চলছে দেশজুড়ে। এর মাঝেই দিল্লির বিজেপি সাংসদ তথা প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীরের বাড়ির পরিচারিকার মৃত্যু হয়। যাঁর বাড়ি ওড়িশাতে। লকডাউনে সেখানে ফেরার কোনও উপায় নেই। তাই পরিচারিকার শেষকৃত্যের দায়িত্ব নেন সেই গৌতম গম্ভীর নিজেই।

গম্ভীরের দুই মেয়েকে দেখভাল করতেন সরস্বতী পাত্র নামে এক পরিচারিকা। ৪৯ বছর বয়সী ওই পরিচারিকার বাড়ি ওড়িশার জাজপুর জেলায়। দিন কয়েক আগে উচ্চরক্তচাপ এবং ডায়াবেটিস সমস্যা নিয়ে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হন ওই পরিচারিকা। ২১ এপ্রিল সেখানেই মৃত্যু হয় সরস্বতী দেবীর। কিন্তু লকডাউনে ওড়িশা ফেরার কোনও ব্যবস্থা না থাকায় সরস্বতী পাত্রের শেষ কৃত্যের ব্যবস্থা করেন দিল্লির বিজেপির সাংসদ।

আরও পড়ুন - করোনা আতঙ্কের মাঝেই এশিয়া কাপের সূচি নিয়ে ভারত-পাক দ্বৈরথ চলছেই

.