ক্রিকেট জীবনে ডেড লাইন ঘোষণা বীরুর, দলে ফেরার লড়াইয়ে মজলেন গোতি
সঙ্গী বীরেন্দ্র সেওয়াগ যখন ক্রিকেটজীবনের ডেডলাইন ঘোষণা করে দিয়েছেন । তখন গৌতম গম্ভীর মনঃসংযোগ করছেন জাতীয় দলে কামব্যাক করার। শিখর ধাওয়ান-রোহিত শর্মার ওপেনিং জুটির জমানায় গম্ভীরের কামব্যাকের সম্ভাবণা কতটা?পরের পর ম্যাচে রোহিত ফ্লপ করছে । এটাই যেন তাতিয়ে চলছে গম্ভীরকে।
সঙ্গী বীরেন্দ্র সেওয়াগ যখন ক্রিকেটজীবনের ডেডলাইন ঘোষণা করে দিয়েছেন । তখন গৌতম গম্ভীর মনঃসংযোগ করছেন জাতীয় দলে কামব্যাক করার। শিখর ধাওয়ান-রোহিত শর্মার ওপেনিং জুটির জমানায় গম্ভীরের কামব্যাকের সম্ভাবণা কতটা?পরের পর ম্যাচে রোহিত ফ্লপ করছে । এটাই যেন তাতিয়ে চলছে গম্ভীরকে।
এবার মেন ইন ব্লুতে কামব্যাক করতে আইপিএল নয়,ঘরোয়া ক্রিকেটকেই হাতিয়ার করছেন গোতি। নাইটরাইডার্সের অধিনায়কের কাছে জাতীয় দলের ফেরার মঞ্চ আইপিএল নয়,ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট। আইপিএল শুরুর কয়েক সপ্তাহ আগ সাফ জানিয়ে দিলেন গম্ভীর। কেকেআর অধিনায়কের দাবি,কেকেআর জাতীয় দলে ফেরার মঞ্চ নয়। কেকেআরকে চ্যাম্পিয়ন করাতেই তিনি বেগুনি জার্সি পরে আইপিএলে লড়াই করেন।কোন ব্যক্তিগত স্বার্থের জন্য খেলেননা এই টুর্নামেন্ট। তবে নিজেকে জাতীয় দলে ফেরানোর ক্ষেত্রে বিজয় হাজারে,রঞ্জির পর এবার দেওধর ট্রফিকে পাখির চোখ করছেন দিল্লির বাঁহাতি ব্যাটসম্যান।