দিল্লির ক্রিকেট সংস্থার সভাপতি গৌতম গম্ভীর!
রজত শর্মা ইস্তফা দেওয়ায় দিল্লি ক্রিকেট সংস্থায় এখন সভাপতি পদে কেউ নেই।
নিজস্ব প্রতিবেদন : দিল্লি ক্রিকেট সংস্থার (ডিডিসিএ) বার্ষিক সাধারণ সভায় তুমুল হাতাহাতি। বর্তমান কমিটির যুগ্ম-সচিব রাজন মানচন্দাকে চড় মারেন বিরোধী পক্ষের মাকসুদ আলম। এর পরই দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। এমন নক্কারজনক ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এর পরই ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্য ও বিজেপি সাংসদ গৌতম গম্ভীর বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির হস্তক্ষেপ দাবি করেন। ঘটনার সঙ্গে জড়িতদের আজীবন নির্বাসনে পাঠানোর দাবি তুলেছেন গম্ভীর।
কিছুদিন আগে কলকাতায় এক মহিলা হোটেলকর্মীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠেছিল দিল্লির অনূর্ধ্ব-২৩ দলের দুই ক্রিকেটার লক্ষ থারেজা এবং পেসার কুলদীপ যাদবের বিরুদ্ধে। সিকে নাইডু ট্রফির ম্যাচ শুরুর আগের ঘটনা। দুই ক্রিকেটারকে তড়িঘড়ি দিল্লিতে ফেরত পাঠানো হয়। এদিন চার সদস্যের শৃঙ্খলারক্ষা কমিটি তৈরি করেছে ডিডিসিএ। ওই ঘটনাকে কেন্দ্র করে দিল্লির ক্রিকেট এখন উত্তাল। তার মধ্যে ডিডিসিএ-র বার্ষিক সাধারণ সভায় হাতাহাতির ঘটনা যেন নতুন করে অনেক প্রশ্ন তুলে দিয়ে গেল। এরই মধ্যে গুঞ্জন, ডিডিসিএ-র সভাপতি হতে পারেন গম্ভীর।
আরও পড়ুন- অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ কোহলিদের বড় চ্যালেঞ্জ: সৌরভ গাঙ্গুলি
১৩ জানুয়ারি নতুন সভাপতি বেছে নিবে দিল্লি ক্রিকেট সংস্থা (ডিডিসিএ)। ভারতীয় দলের হয়ে ২৪২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন গম্ভীর। বিশ্বকাপ জয়ের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। ফলে তাঁকে সভাপতি হিসাবে যোগ্য বলে মনে করছেন দিল্লি ক্রিকেটের একাধিক কর্তা। রজত শর্মা ইস্তফা দেওয়ায় দিল্লি ক্রিকেট সংস্থায় এখন সভাপতি পদে কেউ নেই। প্রাথমিক পর্যায় সভাপতি হওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন গম্ভীর। খবর এমনই।