সানি-ইমরানের সমালোচনার `বন্দুকের` সামনে ধোনি, আইপিএলও

সুনীল গাভাসকর, ইমরান খান। ওয়াঘা সীমান্তের দু`পাড়ের দুই ক্রিকেট কিংবদন্তির গলায় এক সুর। ভারতীয় ক্রিকেটের ক্রমাগত ব্যর্থতার জন্য সানি-ইমরান দুজনেই কাঠগড়ায় দাঁড় করালেন মহেন্দ্র সিং ধোনি আর আইপিএলকে।

Updated By: Jan 4, 2013, 11:01 PM IST

সুনীল গাভাসকর, ইমরান খান। ওয়াঘা সীমান্তের দু`পাড়ের দুই ক্রিকেট কিংবদন্তির গলায় এক সুর। ভারতীয় ক্রিকেটের ক্রমাগত ব্যর্থতার জন্য সানি-ইমরান দুজনেই কাঠগড়ায় দাঁড় করালেন মহেন্দ্র সিং ধোনি আর আইপিএলকে।

ধারাবাহিক ব্যর্থতায় প্রাক্তন তারকাদের তোপের মুখে ধোনিবাহিনী। ভারতীয় ক্রিকেট দলের সাম্প্রতিক ব্যর্থতার জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে দায়ী করেছেন সুনীল গাভাসকর ও ইমরান খান। পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের মতে ভারতীয় ক্রিকেট বোর্ডের এখনই বিষয়টি নিয়ে ভাবা উচিত। তা না হলে আরও তলানিতে গিয়ে ঠেকবে ধোনিদের পারফরম্যান্স। ইমরানের মতে টোয়েন্টি-টোয়েন্টি নয় একমাত্র একজন টেস্ট ক্রিকেটারই সব ফরম্যাটে ভাল পারফরম্যান্স করার ক্ষমতা রাখেন।
গাভাসকরও আইপিএল নিয়ে একহাত নিয়েছেন বিসিসিআইকে। তিনি বলেন আইপিএল খেলতে গিয়ে জাতীয় দলের প্রথম সারির ক্রিকেটারদের চোট আঘাতের সংখ্যা বেড়েছে।
এর জেরে বিপাকে পড়েছে দল। পর্যাপ্ত বিশ্রাম না পাওয়ার জন্য খারাপ পারফরম্যান্স করছেন বিরাট কোহলিরা। এখনই আইপিএল নিয়ে সতর্ক না হলে বিপদ বাড়বে।  পাকিস্তানের আর এক প্রাক্তন অধিনায়ক ইন্তিখাব আলমের মতে একদিনের ক্রিকেট থেকে সচিন তেন্ডুলকর ও আন্তর্জাতিক ক্রিকেট থেকে রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণদের অবসরে একটা শূণ্যতা দেখা দিয়েছে। এখান থেকে আবার দলটিকে গুছিয়ে নিতে আরও দশ বছর সময় লাগবে।   

.