অ্যারোজ ম্যাচে টিম নিয়ে জটিলতা ইস্টবেঙ্গলে
অল্যান গওকে নিয়ে ইস্টবেঙ্গলে জটিলতা অব্যাহত। শনিবার গওয়ের চোট পরীক্ষা করেন ক্লাবের সহসচিব ডাঃ শান্তিরঞ্জন দাসগুপ্ত। স্কটিশ স্ট্রাইকারের চোট নিয়ে মোটেই আশাবাদী নন তিনি।
অল্যান গওকে নিয়ে ইস্টবেঙ্গলে জটিলতা অব্যাহত। শনিবার গওয়ের চোট পরীক্ষা করেন ক্লাবের সহসচিব ডাঃ শান্তিরঞ্জন দাসগুপ্ত। স্কটিশ স্ট্রাইকারের চোট নিয়ে মোটেই আশাবাদী নন তিনি। বিশেষজ্ঞ এই চিকিৎসক মনে করছেন পুরো মরসুম গওয়ের পক্ষে ফিট থাকা সম্ভব নয়। তাঁর মতে, ফিট হয়ে মাঠে নেমে খেললেই, আবারও চোট পাওয়ার সম্ভাবনা থাকবে গওয়ের।
শনিবার রাতেই গওয়ের মেডিকেল রিপোর্ট ক্লাবকর্তাদের হাতে পাঠিয়ে দেবেন শান্তিরঞ্জন দাশগুপ্ত। এই রিপোর্টের পর গওকে সরানোর ব্যাপারে ইস্টবেঙ্গল কর্তাদের যুক্তি আরও জোরালো হবে। তবে ফেডারেশনের কাছ থেকে গওয়ের পরিবর্তের ব্যাপারে সবুজ সংকেত পাওয়া যাবে কিনা,তা নিয়ে সন্দিহান লাল-হলুদ কর্তারা। গাওয়ের চোট সমস্যা নিয়ে যখন ক্লাবের অন্দরমহলে জল্পনা তুঙ্গে, তখন দলের পক্ষে খারাপ খবর আরও একটা।গোড়ালিতে আবার চোট পেলেন লালহলুদ মিডফিল্ডের অন্যতম ভরসা হরমনজিত সিং খাবরা। অ্যারোজ ম্যাচে নেই তিনি। কোচ জানান, ওপারার পেটের গন্ডগোল হওয়ার জন্য অনুশীলনে আসেননি। বিশেষ সূত্রের খবর, ব্যক্তিগত সমস্যার জন্যই অনুশীলনে অনুপস্থিত ইস্টবেঙ্গলের নাইজেরীয় ডিফেন্ডার। তবে অ্যারোজ ম্যাচে সম্ভবনা রয়েছে ওপারার খেলার। সব মিলিয়ে টানা ম্যাচ খেলায় ইস্টবেঙ্গলেও চোট সমস্যা বাড়ছে। প্রথম একাদশে ফিরে আসলেও পুরোপুরি ম্যাচ ফিট নন মেহতাব।
টোলগে-খাবরা সহ বেশ কয়েকজন ফুটবলারকে ছাড়াই তাই অ্যারোজ ম্যাচে প্রথম একাদশ গড়তে হচ্ছে ইস্টবেঙ্গলকে।