ইউরো শুরুর আগে ফর্মে ফেরার ইঙ্গিত বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির

 ইউরো শুরুর আগে ফর্মে ফেরার ইঙ্গিত দিল বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। শেষ প্রস্তুতি ম্যাচে হাঙ্গারিকে দুই-শূন্য গোলে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেল জোয়াকিম লোয়ের দল। বেশ কয়েক মাস ধরেই ফর্মের ধারে কাছে নেই জার্মানরা। বারবারই হোঁচট খেয়েছে লো ব্রিগেড। হাঙ্গারির বিরুদ্ধে ম্যাচে নয়ার,ওজিল,ক্রুজ, মুলারদের দলে ফিরিয়েছিলেন লো। ম্যাচের  প্রথমার্ধে অ্যাডাম ল্যাংয়ের আত্মঘাতী গোলে এগিয়ে যায় জার্মানি। দ্বিতীয়ার্ধে গোল করে ব্যবধান বাড়ান থমাস মুলার। এরপর আর পিছনের দিকে তাকাতে হয়নি বিশ্বচ্যাম্পিয়নদের। প্রস্তুতি ম্যাচে সোয়াইনস্টাইগার, শার্লে,পোডলস্কিদের খেলিয়ে দেখে নেন লো। সাম্প্রতিক ফর্মে ওঠানামা হলেও ইউরোতে অন্যতম ফেভারিট হিসেবেই শুরু করবে জার্মান  ব্রিগেড।

Updated By: Jun 5, 2016, 10:44 PM IST
ইউরো শুরুর আগে ফর্মে ফেরার ইঙ্গিত বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির

ওয়েব ডেস্ক:  ইউরো শুরুর আগে ফর্মে ফেরার ইঙ্গিত দিল বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। শেষ প্রস্তুতি ম্যাচে হাঙ্গারিকে দুই-শূন্য গোলে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেল জোয়াকিম লোয়ের দল। বেশ কয়েক মাস ধরেই ফর্মের ধারে কাছে নেই জার্মানরা। বারবারই হোঁচট খেয়েছে লো ব্রিগেড। হাঙ্গারির বিরুদ্ধে ম্যাচে নয়ার,ওজিল,ক্রুজ, মুলারদের দলে ফিরিয়েছিলেন লো। ম্যাচের  প্রথমার্ধে অ্যাডাম ল্যাংয়ের আত্মঘাতী গোলে এগিয়ে যায় জার্মানি। দ্বিতীয়ার্ধে গোল করে ব্যবধান বাড়ান থমাস মুলার। এরপর আর পিছনের দিকে তাকাতে হয়নি বিশ্বচ্যাম্পিয়নদের। প্রস্তুতি ম্যাচে সোয়াইনস্টাইগার, শার্লে,পোডলস্কিদের খেলিয়ে দেখে নেন লো। সাম্প্রতিক ফর্মে ওঠানামা হলেও ইউরোতে অন্যতম ফেভারিট হিসেবেই শুরু করবে জার্মান  ব্রিগেড।

.