রাজনীতির ময়দানে লক্ষ্যভেদ শুটার শ্রেয়সীর; বিহারের জামুইয়ে পদ্মশিবিরে ফুল ফোটালেন অর্জুন পুরস্কারজয়ী

২০১৮ সালেই অর্জুন পুরস্কার সম্মানিত হন শুটার শ্রেয়সী সিং।

Updated By: Nov 11, 2020, 12:14 PM IST
রাজনীতির ময়দানে লক্ষ্যভেদ শুটার শ্রেয়সীর; বিহারের জামুইয়ে পদ্মশিবিরে ফুল ফোটালেন অর্জুন পুরস্কারজয়ী
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: রাজনীতির ময়দানে নেমে শুরুতেই লক্ষ্যভেদ করলেন শুটার শ্রেয়সী সিং। ফুল ফোটালেন পদ্মশিবিরে। কমনওয়েলথ গেমসে সোনা ও রুপো এবং এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদকজয়ী শ্রেয়সী সিং বিহারের বিধানসভা ভোটে জিতলেন।

বিজেপির টিকিটে ২৯ বছর বয়সী শ্রেয়সী দাঁড়িয়েছিলেন বিহারের জামুই কেন্দ্র থেকে। আরজেডি-র বিজয় প্রকাশকে হারালেন তিনি। জামুই কেন্দ্র থেকে শ্রেয়শী নির্বাচিত হলেন ৭৯৬০৩ ভোট পেয়ে। এই কেন্দ্র থেকেই শ্রেয়সীর বাবা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দ্বিগ্বিজয় সিং তিনবার নির্বাচনে জিতেছিলেন।

২০১৪  সালে ইঞ্চিয়ন এশিয়ান গেমসে ডাবল ট্র্যাপ শুটার শ্রেয়সী ব্রোঞ্জ জিতেছিলেন। সে বছরই গ্লাসগো কমনওয়েলথ গেমসে রুপো জেতেন তিনি। আর ২০১৮ সালে গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে সোনা জিতে নেন শ্রেয়সী। ২০১৮ সালেই অর্জুন পুরস্কার সম্মানিত হন শুটার শ্রেয়সী সিং। এবার রাজনীতির ময়দানে নেমে প্রথমেই পদ্মশিবিরে ফুল ফোটালেন। জামুইয়ের বিধায়ক হয়ে গেলেন।

 

আরও পড়ুন - IPL 2020: সংস্কার কাটিয়ে জোড় সংখ্যার বছরেও আইপিএল জিতে নিল মুম্বই

.