বেল, রোনাল্ডোর পর রেকর্ড হিগুইনের

দলবদলে চমক দিল জুভেন্টাস। আর্জেন্টিনার স্ট্রাইকার গোঞ্জালো হিগুইনকে সই করাল ইতালির এই ক্লাবটি। নাপোলিকে রেকর্ড ১০৪ মিলিয়ন ডলার অর্থ দিয়ে গোঞ্জালোকে কিনে নিল জুভেন্টাস। অবশ্য সরকারিভাবে এখনও গোঞ্জালোর ট্রান্সফারের ব্যাপারে দুই ক্লাবের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। গত মরসুমে ৩৬টি গোল করেছিলেন দুরন্ত ফর্মে থাকা হিগুইন। মূলত আক্রমণভাগকে শক্তিশালি করার জন্যই হিগুইনকে দলে নিয়েছে জুভেন্টাস।

Updated By: Jul 27, 2016, 06:43 PM IST
বেল, রোনাল্ডোর পর রেকর্ড হিগুইনের

ব্যুরো: দলবদলে চমক দিল জুভেন্টাস। আর্জেন্টিনার স্ট্রাইকার গোঞ্জালো হিগুইনকে সই করাল ইতালির এই ক্লাবটি। নাপোলিকে রেকর্ড ১০৪ মিলিয়ন ডলার অর্থ দিয়ে গোঞ্জালোকে কিনে নিল জুভেন্টাস। অবশ্য সরকারিভাবে এখনও গোঞ্জালোর ট্রান্সফারের ব্যাপারে দুই ক্লাবের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। গত মরসুমে ৩৬টি গোল করেছিলেন দুরন্ত ফর্মে থাকা হিগুইন। মূলত আক্রমণভাগকে শক্তিশালি করার জন্যই হিগুইনকে দলে নিয়েছে জুভেন্টাস।

এর আগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদে রোনাল্ডোকে রেকর্ড টাকা ট্রান্সফার ফি দিয়ে এনেছিল এই দামী ক্লাব। বেলের ক্ষেত্রেও রেকর্ড ট্রান্সফার ফি দিয়েছে রিয়াল মাদ্রিদ।   

.