ওয়েব ডেস্ক: মারাত্মক জখম হলেন ডব্লুডব্লুডব্লু ই সুপারস্টার দলীপ সিং রানা। এই নাম শুনে চিনতে পারলেন না তো? লীপ সিং রানা, মানে খালি। সেই খালি একটি প্রদর্শনী ম্যাচে খেলতে গিয়ে গুরুতর চোট পেয়েছেন। বুধবার এই ম্যাচ খেলা হয়েছে উত্তরাখণ্ডে। এই ম্যাচগুলোকে একসঙ্গে বলা হচ্ছে, 'দ্য গ্রেট খালি রিটার্নস সিরিজ'।

এই সিরিজেরই প্রদর্শনী ম্যাচে কানাডার কয়েকজন রেসলার খালিকে বেধড়ক মারেন। খালির মাথায় বেশ চোট লেগেছে। সেই চোটের জায়গা থেকে রক্তপাতও হয়েছে অনেকটা। এই ঘটনার সঙ্গে সঙ্গেই খালিকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয় কাছের হাসপাতালে। খালির চিকিত্‍সা চলছে।

English Title: 
Great Khali Gets Severely Injured
News Source: 
Home Title: 

কানাডার রেসলারদের হাতে মারাত্মক জখম খালি

কানাডার রেসলারদের হাতে মারাত্মক জখম খালি
Yes
Is Blog?: 
No
Section: