IPL 2022 Final: টসের সময় Ravi Shastri-কে কী বললেন Hardik Pandya?

মোতেরায় চলছে মহারণ। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) মেগা ম্যাচ। আইপিএল ফাইনালে (IPL Final 2022) মুখোমুখি হয়েছে হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) গুজরাত টাইটান্স (Gujarat Titans, GT) ও সঞ্জু স্যামসনের (Sanju Samson) রাজস্থান রয়্যালস (Rajasthan Royals, RR)। 

Updated By: May 29, 2022, 08:36 PM IST
IPL 2022 Final: টসের সময় Ravi Shastri-কে কী বললেন Hardik Pandya?
পাণ্ডিয়াকে জড়িয়ে ধরলেন শাস্ত্রীকে

নিজস্ব প্রতিবেদন: মোতেরায় চলছে মহারণ। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) মেগা ম্যাচ। আইপিএল ফাইনালে (IPL Final 2022) মুখোমুখি হয়েছে হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) গুজরাত টাইটান্স (Gujarat Titans, GT) ও সঞ্জু স্যামসনের (Sanju Samson) রাজস্থান রয়্যালস (Rajasthan Royals, RR)। এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রাজস্থান।

টসের সময়ে সঞ্চালকের ভূমিকায় ছিলেন রবি শাস্ত্রী (Ravi Shastri) প্রাক্তন গুরুকে দেখে হার্দিক নিজের আনন্দ প্রকাশ করেন ম্য়াচের আগে। এদিন সঞ্জুর কাছে টস হেরে হার্দিক বলেন, "আমরা টস জিতলে আগে বল করতাম। এত মানুষ আমাদের সমর্থনে এসেছেন। দেখে আমি অভিভূত। আমরা এই ম্যাচটি আর পাঁচটি ম্যাচের মতোই দেখছি। সঠিক সিদ্ধান্ত নিতে চাই। ছেলেরা একদম ফুরফুরে রয়েছে। সাপোর্ট স্টাফদের কৃতিত্ব দিতে চাই। একটাই পরিবর্তন আমাদের দলে। লকি ফার্গুসন খেলছে আলজারি জোসেফের বদলে।" হার্দিক মাঠ ছাড়ার আগে শাস্ত্রীকে দেখে হেসে জড়িয়ে ধরেন। তারপর বলেন, "তোমাকে এখানে দেখে ভাল লাগছে।"

এদিন আইপিএলের সমাপ্তি অনুষ্ঠানে (IPL 2022 Closing Ceremony) সঞ্চালকের ভূমিকায় পাওয়া গিয়েছে রবি শাস্ত্রীকে (Ravi Shastri)। ভারতীয় দলের প্রাক্তন কোচ নিঃসন্দেহে বিশ্বের অন্যতম সেরা ধারাভাষ্যকার। এই নিয়ে কোনও সন্দেহের অবকাশ নেই। চলতি আইপিএলে শাস্ত্রীকে হিন্দি ভাষায় ধারাভাষ্য দিতে গিয়েছে। কিন্তু শাস্ত্রীর মুখে ইংরাজি শুনতে মুখিয়ে থাকেন তাঁর ফ্যানরা। সমাপ্তি অনুষ্ঠানে শাস্ত্রীর মুখে ইংরাজি শুনে ফের তাঁর অনুরাগীরা উদ্বেল হয়ে গেলেন।

আরও পড়ুন: IPL 2022 Final: সবচেয়ে বড় জার্সি! Guinness Book-এ নাম তুলে নিল BCCI

আরও পড়ুনAsia Cup Cricket 2022: এই কারণে এশিয়া কাপ আয়োজন করতে অনিচ্ছুক শ্রীলঙ্কা!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
 

.