ওয়েঙ্গারকে হারিয়ে প্রথম ট্রফি পেলেন গুয়ার্দিয়ালা
২০১৬ সালে ম্যান সিটির দায়িত্ব নেওয়ার পর প্রথম ট্রফি জিতলেন পেপ গুয়ার্দিয়ালা। ওয়েঙ্গারকে হারিয়ে সিটিতে প্রথম ট্রফি জিতলেন গুয়ার্দিয়ালা।
নিজস্ব প্রতিবেদন : উইগান অ্যাথলেটিকের কাছে হেরে এফএ কাপ থেকে ছিটকে গেলেও আর্সেনালকে ৩-০ গোলে হারিয়ে ইংলিশ লিগ কাপ জিতে নিল ম্যাঞ্চেস্টার সিটি। ২০১৬ সালে ম্যান সিটির দায়িত্ব নেওয়ার পর প্রথম ট্রফি জিতলেন পেপ গুয়ার্দিয়ালা। ওয়েঙ্গারকে হারিয়ে সিটিতে প্রথম ট্রফি জিতলেন গুয়ার্দিয়ালা।
League Cup champions!! And we'll keep aiming higher This goes to all the City supporters who stood by us so much. And happy to be able to celebrate with my son Benjamin! pic.twitter.com/GIGukhLzcn
— Sergio Kun Aguero (@aguerosergiokun) February 25, 2018
রবিবার ওয়েম্বলি স্টেডিয়ামে লিগ কাপের ফাইনালে ১৮ মিনিটেই সের্জিও অ্যাগুয়েরোর গোলে এগিয়ে যায় সিটি। আর দ্বিতীয়ার্ধে ভিনসেন্ট কোম্পানি এবং দাভিদ সিলবার গোলে জয় নিশ্চিত করে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা ম্যাঞ্চেস্টার সিটি। এই নিয়ে পঞ্চমবার লিগ কাপের খেতাব জিতল সিটি।
What a privilege to celebrate with such a group of players. Let’s keep going. #SharkTeam #ManCity #LeagueCup #Winners pic.twitter.com/Ds4DQpbedE
— Vincent Kompany (@VincentKompany) February 25, 2018
অন্যদিকে ১৯৯২-৯৩ মরসুমে শেষবার লিগ কাপ জিতেছিল আর্সেনাল।এবার নিয়ে ছ'বার রানার্স হল গানাররা। আর্সেন ওয়েঙ্গারের কোচিংয়ে তৃতীয়বার ফাইনালে উঠলেও ট্রফি জেতা হল না আর্সেনালের।
খেলার খবর জানতে দেখুন স্পোর্টস ২৪, রাত ৮ টা ৪০ মিনিটে। শুধুমাত্র ২৪ ঘণ্টায়