গুজরাটের কাছে হেরে চাপে পড়ে গেল বাংলা

Updated By: Jan 6, 2016, 08:57 PM IST
গুজরাটের কাছে হেরে চাপে পড়ে গেল বাংলা

বাংলা-১০১, গুজরাট- ১০২ (১১.৫ ওভার)

ওয়েব ডেস্ক: সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে গুজরাটের কাছে হেরে গেল বাংলা। টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচে গুজরাট আট উইকেটে হারিয়ে দিল মনোজহীন বাংলাকে। এদিন গুজরাটের মিডিয়াম পেসার বুমরার  দাপটে ১৯.২ ওভারে মাত্র  ১০১ রানে গুটিয়ে যায় বাংলার ইনিংস। বাংলার প্রথম সারির সব ব্যাটসম্যানই ব্যর্থ হন। একমাত্র দেবব্রত দাস  ও অধিনায়ক অশোক দিন্দা ব্যাট হাতে কিছুটা লড়াই করেন। দুজনেই ২২ রান করেন। ঋদ্ধিমান ১২ ও অভিষেক দাস ১৫ রান করেন।

গুজরাটের পক্ষে বুমরা ও রোহিত দাহিয়া তিনটি করে উইকেট পান। জবাবে মাত্র ১১.৫ ওভার খেলে দুই উইকেট খুইয়ে জয়ের রান তুলে নেয় গুজরাট। গুজরাটের পক্ষে পার্থিব প্যাটেল সর্বোচ্চ ৫২ রান করেন। এই হারের ফলে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অনেকটাই চাপে পড়ে গেল বাংলা।

.