বিশ্বকাপ ফাইনালে করেছিলেন সেঞ্চুরি, বল হাতে নিয়েছিলেন তিন উইকেট, আজ জন্মদিন ম্যাডম্যাক্সের

আজ জন্মদিন শ্রীলঙ্কার তথা বিশ্বক্রিকেটের এক মহানায়কের। তাঁর নাম তো অরবিন্দ ডি সিলভা। কিন্তু ক্রিকেটবিশ্ব তাঁকে ম্যাডম্যাক্স নামেই বেশি চেনে।

Updated By: Oct 18, 2015, 08:37 AM IST
বিশ্বকাপ ফাইনালে করেছিলেন সেঞ্চুরি, বল হাতে নিয়েছিলেন তিন উইকেট, আজ জন্মদিন ম্যাডম্যাক্সের

ওয়েব ডেস্ক: আজ জন্মদিন শ্রীলঙ্কার তথা বিশ্বক্রিকেটের এক মহানায়কের। তাঁর নাম তো অরবিন্দ ডি সিলভা। কিন্তু ক্রিকেটবিশ্ব তাঁকে ম্যাডম্যাক্স নামেই বেশি চেনে।
১৯৯৬ সালে শ্রীলঙ্কা যে বার প্রথম এবং একমাত্র একদিনের ক্রিকেটে বিশ্বকাপ জেতে, সেই জয়ের অন্যতম কারিগর ছিলেন তিনিই।
১৯৬৫ সালের আজকের দিনেই অর্থাত্‍ ১৭ অক্টোবর জন্ম হয় এই গ্রেট ক্রিকেটারের।
এক বিশ্বকাপ ফাইনালে ব্যাট হাতে সেঞ্চুরি করেছেন। আবার বল হাতেও নিয়েছেন তিন উইকেট। না, এই গ্রহে এমন মারকাটারি পারফরম্যান্স আর কেউ দেখাতে পারেননি। ৯৬ বিশ্বকাপের সেমিফাইনাল এবং ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচও হয়েছিলেন তিনিই।
২০১১-র বিশ্বকাপের পর শ্রীলঙ্কার নির্বাচক কমিটির চেয়ারম্যান হন তিনিই।

.