সত্যিই এত বড় 'এনজো', যে জিদানও ছেলেকে বানাতে চান !
আজ ১২ নভেম্বর। এক ফুটবলারের জন্মদিন। এমন একজন যাঁর বয়স এখন মাত্র ৫৪ বছর! বোঝাই যাচ্ছে, খেলা ছেড়েছেন অনেকদিন। কোন দেশের ফুটবলার তিনি? উরুগুয়ের। নাম কী তাঁর এনজো ফ্রান্সিসকোলি। যদি আপনি ১৯৯০ বিশ্বকাপটাও দেখে থাকেন, তাহলে নিশ্চয়ই মনে আছে তাঁকে।
ওয়েব ডেস্ক: আজ ১২ নভেম্বর। এক ফুটবলারের জন্মদিন। এমন একজন যাঁর বয়স এখন মাত্র ৫৪ বছর! বোঝাই যাচ্ছে, খেলা ছেড়েছেন অনেকদিন। কোন দেশের ফুটবলার তিনি? উরুগুয়ের। নাম কী তাঁর এনজো ফ্রান্সিসকোলি। যদি আপনি ১৯৯০ বিশ্বকাপটাও দেখে থাকেন, তাহলে নিশ্চয়ই মনে আছে তাঁকে।
যদি আপনি নতুন প্রজন্মের তরুণ হন, তাহলে দেখেননি ফ্রান্সিসকোলির খেলা। তাহলে কিভাবে বোঝাব, কত বড় ফুটবলার তিনি?
খুব সহজে। এক, তাঁর ১০ গোলের একটা ভিডিও দিচ্ছি, সেটাও শুদুমাত্র রিভারপ্লেটের হয়ে খেলার সময়কার। দেখলেই বুঝবেন, ডেভিড বেকহ্যাম মাঝমাঠ থেকে গোল করে যে প্রচার নিয়ে যান শুধু ইংরেজ বলে, সেরকম কাজ ফ্রান্সিসকোলি অনেক-অনেক করেছেন ফুটবল জীবনে।
আর যদি এতেও আপনার মন না ভরে, তাহলে বলি, জিনেদিন জিদানকে তো আপনি একটু আধটু ফুটবলটা খেলতে পারেন, ভাবেন। তাহলে এটাও জানেন, জিদানের ছেলেও এখন রিয়েল মাদ্রিদেই ফুটবল খেলছে। এবং জিদানের ছেলের নাম 'এনজো'! ফ্রান্সিসকোলির এতটাই ভক্ত জিনেদিন জিদানও, তাই ছেলের নামও দেওয়া এনজো। যদি তাঁর ছেলে একটু সত্যিকারের এনজোর মতো ফুটবলটা খেলতে পারে!
আশাকরি, এবার আপনি এনজো ফ্রান্সিসকোলির ফুটবল ভিডিও নিজেই খুঁজে নেবেন, বোঝার জন্য, সত্যি কত বড় এনজো!