ডেভিড ওয়ার্নার ২৯

আজ ২৭ অক্টোবর। আর এই দিনটা তাঁর কাছে সবসময়ই স্পেশাল। হবে নাই বা কেন! তিনি যে কেরিয়ারের শুরু থেকেই স্পেশাল। ডেভিড ওয়ানর্নার। ১৮৭৭ সালের পর থেকে এমন কোনও অসি ক্রিকেটার ছিলেন না, যিনি প্রথম শ্রেনীর ক্রিকেটে না খেলেই ব্যাগি গ্রিন মাথায় চাপিয়েছেন।

Updated By: Oct 27, 2015, 09:29 AM IST
ডেভিড ওয়ার্নার ২৯

ওয়েব ডেস্ক: আজ ২৭ অক্টোবর। আর এই দিনটা তাঁর কাছে সবসময়ই স্পেশাল। হবে নাই বা কেন! তিনি যে কেরিয়ারের শুরু থেকেই স্পেশাল। ডেভিড ওয়ানর্নার। ১৮৭৭ সালের পর থেকে এমন কোনও অসি ক্রিকেটার ছিলেন না, যিনি প্রথম শ্রেনীর ক্রিকেটে না খেলেই ব্যাগি গ্রিন মাথায় চাপিয়েছেন।

ওয়ার্নার হলেন তেমন। মেলবোর্নে জীবনের প্রথম টি-২০ ম্যাচ খেলতে নামলেন, আর খেললেন ৪৩ বলে ৮৯ রানের ঝোড়ো ইনিংস। এবং সেটাও কাদের বিরুদ্ধে? দক্ষিণ আফ্রিকা। জীবনের প্রথম আন্তর্জাতিক ম্যাচে মাঠে নেমে ওই দুরন্ত ইনিংস খেলেছিলেন ডেল স্টেন, এনতিনি, কালিসদের বিরুদ্ধে! এরপর তো সেই ক্রিকেটার দুনিয়া দোলাবেনই। ওয়ার্নারও তাঁর ব্যাতিক্রম নন। আজ ২৯ বছরে পা দিলেন ডেভিড ওয়ার্নার।

.