স্বপ্ন ভঙ্গ! সিঙ্গাপুর ওপেন থেকে ছিটকে গেলেন সাইনা, প্রণয়
তবে কামব্যাক হল ওহরির। সাইনার নয়। অনবদ্যভাবে চাপের মুখে একের পর এক তিন পয়েন্ট জিতে সাইনাকে একেবারে স্তম্ভিত করে দেন তিনি।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: পিভি সিন্ধু (PV Sindhu) পদক জয়ের আশা জাগালেও, পারলেন না সাইনা নেহওয়াল (Saina Nehwal)। শুরুতে পিছিয়ে থাকলেও সিঙ্গাপুর ওপেনের (Singapore Open) সেমিফাইনালে নিজের জায়গা পাকা করে নিয়েছিলেন সিন্ধু। যদিও হেরে বিদায় নিলেন সাইনা ও এইচ এস প্রণয় (HS Prannoy)।
জাপানের আয়া ওহরির বিরুদ্ধে প্রথম গেমে একেবারেই ছন্দে দেখায়নি সাইনাকে। বাঁহাতি শাটলার সহজেই ১৩-২১ ব্যবধানে প্রথম গেম নিজের নামে করেন। দ্বিতীয় গেমে আবার ছবিটা একেবারেই উল্টে যায়। শুরুতেই ৬-১ লিড নিয়ে নেন সাইনা। এই বিশাল লিডটাই শেষ পর্যন্ত সাইনার কাজে লাগে। ওহরি গেমে দুই-একবার ফেরার প্রচেষ্টা করেন। পর পর পয়েন্টও জেতেন বটে, তবে ২১-১৫ তে সাইনা দ্বিতীয় গেম জিতে নিয়ে ম্যাচে সমতায় ফেরেন।
দ্বিতীয় গেম জয়ের আত্মবিশ্বাস নিয়েই তৃতীয় গেমটা শুরু করেন সাইনা। প্রথম থেকেই এই গেমে নিজের দাপট দেখাচ্ছিলেন ভারতীয় শাটলার। ওহরির থেকে এক সময় পাঁচ পয়েন্টের লিড নিয়ে ১৪-৯ এগিয়েও যান সাইনা। ওহরি ম্যাচে ফিরে আসেন। তবে সাইনা নিজের অভিজ্ঞতার পরিচয় দিয়ে লিড অব্যাহত রাখেন। এরপর ২০-১৮ তে এগিয়ে থাকা সাইনা ম্যাচ পয়েন্টও পেয়ে যান। মনে হচ্ছিল সিন্ধুর মতো তিনিও প্রথম গেমের পরাজয় ভুলে এক দুরন্ত কামব্যাকে সেমিফাইনালে নিজের জায়গা পাকা করবেন।
তবে কামব্যাক হল ওহরির। সাইনার নয়। অনবদ্যভাবে চাপের মুখে একের পর এক তিন পয়েন্ট জিতে সাইনাকে একেবারে স্তম্ভিত করে দেন তিনি। শেষমেশ সাইনা নিজের রিটার্ন নেটে মারলে ২০-২২ ব্যবধানে তৃতীয় গেম ও ম্যাচ জিতে নেন ওহরি। জয়ের স্বপ্ন দেখিয়েও হতাশাই হাতে লাগল সাইনার।
আরও পড়ুন: পেলে থেকে ব্র্যাডম্যান, খেলাধূলার যত কীর্তি জুলাই মাসেই