ধারাভাষ্যকার গিবস হয়ে গেলেন হেড কোচ!
আগামী ২৬ নভেম্বর থেকে শুরু হবে লঙ্কান প্রিমিয়ার লিগ।
নিজস্ব প্রতিবেদন: ধারাভাষ্যকার হিসেবে শ্রীলঙ্কায় এসেছিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ওপেনার হার্সেল গিবস। লঙ্কান প্রিমিয়ার লিগে তিনি ছিলেন অন্যতম ধারাভাষ্যকার। কিন্তু শ্রীলঙ্কায় পৌঁছানোর পর বদলে গেল গিবসের ভূমিকা।
ধারাভাষ্যকার নয়, প্রধান কোচের দায়িত্ব দেওয়া হল গিবসকে। আসন্ন লঙ্কান প্রিমিয়ার লিগে কলম্বো কিংসের প্রধান কোচের দায়িত্ব পেলেন হার্সেল গিবস। কলম্বো কিংসের হেড কোচ কবির আলি করোনায় আক্রান্ত। তাই গিবসকেই নতুন কোচ হিসাবে নিযুক্ত করেছে। দলের সহকারি কোচ হিসেবে প্রথমে চামিন্ডা ভাসকে নিযোগ করে কলম্বো কিংস। কিন্তু তিনি সরে দাঁড়ান। পরে ভাসের পরিবর্তে রঙ্গনা হেরাথকে সহকারি কোচ করা হয়।
Meet our new #KingsBrainsTrust @hershybru @HerathRSL #TheKingdom #ColomboKings #LPLT20 pic.twitter.com/0xVeDH5yPi
— Colombo Kings (@ColomboKings) November 19, 2020
আগামী ২৬ নভেম্বর থেকে শুরু হবে লঙ্কান প্রিমিয়ার লিগ। প্রথমবারই ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজন করতে বেশ চাপে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। বারবার সূচি পরিবর্তিত হয়েছে। ভেন্যু পরিবর্তন করতে হয়েছে। আপাতত ১৫ দিন ধরে চলবে এই টুর্নামেন্ট। ২৩টা ম্যাচ হবে হাম্বানতোতায়।
আরও পড়ুন - অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে শামি-বুমরাহকে নাও খেলানো হতে পারে!