ইগুয়েনের গোলে মুখরক্ষা আর্জেন্টিনার

২০১৪ ব্রাজিল বিশ্বকাপের মূলপর্বে ওঠার লড়াইয়ে কিছুটা হোঁচট খেল আর্জেন্টিনা। পেরুর মত দেশের বিরুদ্ধে পিছিয়ে পড়ে কোনও রকমে ড্র করলেন মেসিরা। পেরুর লিমায় হওয়া এই ম্যাচে ২২ মিনিটে জামবার্নোর গোলে পিছিয়ে যায় আর্জেন্টিনা।

Updated By: Sep 12, 2012, 12:38 PM IST

২০১৪ ব্রাজিল বিশ্বকাপের মূলপর্বে ওঠার লড়াইয়ে কিছুটা হোঁচট খেল আর্জেন্টিনা। পেরুর মত দেশের বিরুদ্ধে কোনও রকমে ড্র করলেন মেসিরা। পেরুর লিমায় হওয়া এই ম্যাচে ২২ মিনিটে জামবার্নোর গোলে পিছিয়ে যায় আর্জেন্টিনা। মিনিট ১৫ বাদেই অবশ্য ইগুয়েনের গোলে সমতায় ফেরে আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে সুযোগ তৈরি করেও স্ট্রাইকারদের ব্যর্থতায় গোল পায়নি আর্জেন্টিনা। তবে ড্র করলেও দক্ষিণ আমেরিকার জোনে মেসিরাই শীর্ষে। ৭ ম্যাচের পর আর্জেন্টিনা পয়েন্ট ১৪, কলম্বিয়া ও ইকুয়েডর ১৩, চার নম্বরে রয়েছে উরুগুয়ে ১২।
ইউরো জোনে অবশ্য একমাত্র ইংল্যান্ড ছাড়া নামকরা দেশের সবাই জয় পেয়েছে। ইউক্রেনের বিরুদ্ধে ড্র করে ইউক্রেন। তবে বিশ্ব ও ইউরো চ্যাম্পিয়ন স্পেনের জয়টা বেশ কষ্টার্জিত। জর্জিয়ার বিরুদ্ধে সোলাডোর ৮৬ মিনিটের করা গোলে জিতল স্পেন। পর্তুগাল, ফ্রান্স, ইতালি সহজ জয় পেয়েছে।

.