"দুধ মাঙ্গোগে, ক্ষীর দেঙ্গে/ ফটোশপ মারোগে, চির দেঙ্গে"
ধোনির ৬ বলে ২০ রানের বিস্ফোরক ইনিংসের পিছনের কারণ কি?
ওয়েব ডেস্ক: ধোনির ৬ বলে ২০ রানের বিস্ফোরক ইনিংসের পিছনের কারণ কি?
২০১৬ এশিয়া কাপ টি-টোয়েন্টির ফাইনাল ম্যাচ। গম গম করছে বাংলাদেশের ঢাকার মীরপুরের শেরে-ই-বাংলা ক্রীড়াঙ্গন। বাংলাদেশের ১২১ রানের লক্ষ্য তারা করতে নেমে ৫ রানের মাথায় আউট ম্যান ইন ফর্ম রোহিত। খেলার হাল ধরেন বিরাট ও ধাওয়ান। ১৫ ওভারের খেলায় ভারতের কাছে ১২১ রানের লক্ষ্যমাত্রা রেখেছিল বাংলাদেশ। বিরাট ধাওয়ান পার্টনারশিপটাই ভারতকে ম্যাচের চালক আসনে পৌঁছে দিয়েছিল। খেলার দু'ওভার আগে সৌম্য সরকারের অনবদ্য ফিল্ডিংয়ে ধাওয়ান তালুবন্দি না হলে হয়ত ম্যাচের শেষ পর্যন্ত অপরাজিতই দেখা যেত 'গব্বরকে'। বিশ্বকাপের মতই আবারও চমক। ব্যাট হাতে ক্রিজে ক্যাপ্টেন কুল। টি-টোয়েন্টিতে ভারতের অন্যতম সেরা সুরেশ রায়না ও ছয় ছক্কার মালিক যুবরাজ সিং তখনও 'রিজার্ভ বেঞ্চে'। তারপর যেটা হল, সেটা ধোনির স্বভাব জাতই। ছয় মেরে জয় হাসিল। ১২ বলে প্রয়োজন ১৯ রান। সেখানে ৬ বলে ২০ রানের বিস্ফোরক ইনিংস উপহার দিলেন মহেন্দ্র সিং ধোনি। যার মধ্যে রয়েছে ২টি ছয় ১টি চার। একটা ছয় এশিয়া কাপের সুদীর্ঘ ছয়ের একটি, ১০৪ মিটার। কিন্তু ক্যাপ্টেন কুলের এতোটা অ্যাগ্রেসিভ হওয়ার পিছনের কারণ কি?
কারণ, একটা ছবি, যেখানে ফটোশপ করে বাংলাদেশী বোলার তাস্কিনের হাতে বসিয়ে দেওয়া আছে ধোনির মুণ্ডু। স্যার, রবীন্দ্র জাদেজা অন্তত তেমনটাই বলছেন। ট্যুইটারে জাড্ডুর মন্তব্য,
"ধোনি এলেন।
ধোনি মারলেন।
ধোনি জিতলেন।
ধোনি মাঠ ছাড়লেন।"
Haha... Hilarious Reply To Photoshop! #AsiaCupT20Final #IndvsBan #IndvBan pic.twitter.com/eZ39qnBbNp
— Sir Ravindra Jadeja (@SirJadeja) March 6, 2016
Doodh Maangoge, Kheer Denge,
Photoshop Maaroge, Cheer Denge.#AsiaCupT20Final #IndvsBan #IndvBan— Sir Ravindra Jadeja (@SirJadeja) March 6, 2016