Vijay Hazare Trophy: শুভমের ব্যাটে ট্রফি হিমাচলের, ট্র্যাজিক নায়ক Dinesh Karthik
দীনেশ কার্তিকের দুরন্ত ইনিংসও দাম পেল না জয়পুরে। সোয়াই মানসিং স্টেডিয়ামে ইতিহাস হিমাচলের।
তামিলনাড়ু ৩১৪
হিমাচল প্রদেশ (৪৭.৩/৪৭.৩ ওভার, টার্গেট ২৮৯) ২৯৯/৪
হিমাচল প্রদেশ ১১ রানে জয়ী (ভিজেডি নিয়মে)
ম্য়াচের সেরা: শুভম অরোরা (১৩১ বলে ১৩৬*, ৩টি ক্যাচ)
নিজস্ব প্রতিবেদন: জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে ইতিহাস লিখল হিমাচল প্রদেশ। তামিলনাড়ুকে রবিবাসরীয় ফাইনালে (Vijay Hazare Trophy 2021-22 Final, Himachal Pradesh vs Tamil Nadu) হারিয়ে প্রথমবার বিজয় হাজারে ট্রফি জিতল দেশের শৈল রাজ্য। মন্দ আলো খেলা পরিত্যক্ত হয়ে যাওয়ায় ভিজেডি নিয়মে জয়ী ঘোষিত হয় হিমাচল প্রদেশ। তবে এদিন দুরন্ত শতরান করেও ট্র্য়াজিক নায়ক হয়ে থাকলেন দীনেশ কার্তিক (Dinesh Karthik)।
এদিন টস জিতে ঋষি ধাওয়ানের হিমাচল ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বিজয় শঙ্করের তামিলনাড়ুকে। ব্যাট করতে নেমে ৪০ রানেই চার উইকেট হারিয়ে ফেলে তামিলনাড়ু। এরপর পাঁচে ব্যাট করতে আসেন দলের অভিজ্ঞ ব্যাটার কার্তিক। ১০৩ বলে ১১৬ রানের ঝকঝকে সেঞ্চুরি করেন তিনি। ১১২.৬২-এর স্ট্রাইক রেটে ৮টি চার ও ৭টি ছয়ে নিজের ইনিংস সাজান কার্তিক। দুরন্ত ব্যাট করেন বাবা ইন্দ্রজিৎ (৭১ বলে ৮০)। কার্তিক ও ইন্দ্রজিৎ ছাড়াও ব্যাট হাতে অবদান রাখেন শাহরুখ খান। ২১ বলে ৪২ করেন তিনি। তামিলনাড়ু নির্ধারিত ওভারে স্কোরবোর্ডে ৩১৪ রান তোলে।
আরও পড়ুন: অনবদ্য Rahul-Mayank, ১১ বছরের প্রতীক্ষার অবসান! দক্ষিণ আফ্রিকায় হল অনন্য রেকর্ড
(@BCCIdomestic) December 26, 2021
জবাবে হিমাচলের হয়ে লাইমলাইট কেড়ে নেন ওপেনার শুভম অরোরা। ১৩১ বলে ১৩৬ রানে অপরাজিত থাকেন তিনি। ১১টি চার ও ১টি ছয় হাঁকান তিনি। পাঁচে নামা অমিত কুমারের হাত থেকে আসে ৭৯ বলে ৭৪ রান, অধিনায়ক ধাওয়ান অপরাজিত থাকেন ২৩ বলে ৪২ রানের ইনিংস খেলে। হিমাচলের শেষ ৩০ বলে জেতার জন্য প্রয়োজন ছিল ৩১ রান। ঠিক তখনই আম্পায়াররা মন্দ আলোয় খেলা বন্ধের সিদ্ধান্ত নেন ও হিমাচলকে জয়ী ঘোষণা করেন।