৮০০ কোটি সম্পত্তির মালিক! বিপদের দিনে দিলেন মাত্র এক লাখ, ভক্তরা ধুয়ে দিলেন ধোনিকে
করোনা মোকাবিলায় পুণের একটি সংস্থার মাধ্যমে ১০০টি দরিদ্র পরিবারকে ১৪ দিনের জন্য এক লাখ টাকা তুলে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি৷
নিজস্ব প্রতিবেদন : করোনা মোকাবিলায় মানবিক মাহি৷ দেশের দুঃসময়ে এগিয়ে এসেছেন প্রাক্তন ভারত অধিনায়ক৷ তুলে দিয়েছেন এক লক্ষ টাকার অনুদান৷ কিন্তু তাতেও সমালোচনায় বিদ্ধ হয়েছেন বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক ৷ ৮০০ কোটি সম্পত্তির মালিকানা যাঁর, বিপদের দিনে তিনিই কিনা দিলেন মাত্র এক লাখ৷ ধোনিকে তুলোধনা করলেন নেটিজেনরা৷
করোনা মোকাবিলায় পুণের একটি সংস্থার মাধ্যমে ১০০টি দরিদ্র পরিবারকে ১৪ দিনের জন্য এক লাখ টাকা তুলে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি৷ করোনা মোকাবিলায় কোমর বেঁধে নেমে পড়েছেন প্রায় সবাই৷ কিন্তু মাত্র এক লাখ টাকা দেওয়ায় ধোনির সমালোচনা করতে ছাড়েননি ভক্তরা৷
MS Dhoni has donated Rs 1 lakh to support 100 families for 14 days in Pune.
His net worth is approximately Rs 800 crores.
— Nirmala Tai (@Vishj05) March 26, 2020
Dhoni net worth is 800 crore but donated a very very huge amount of 1 lakh rupees.
They say the more money u have the more kanjoos you become. It's true. Salute the south Indian heroes. #PawanKalyan #ReliefPackage #CoronavirusOutbreak #RamCharan #Prabhas #PawanKalyanForPeople— Thebeeinghuman (@thebeeinghuman) March 27, 2020
Dhoni Donates to Help 100 Poor Families During COVID-19 Lockdown.
Net worth - 800 crore
Donation - 1 lakhThis is meant to support 100 families for 14 days.
100 x 14 x 3 meals = 4200 meals. 1,00,000 / 4200 = 23 bucks per meal.
Well done MSD.— Knotty Commander (@KnottyCommander) March 27, 2020
প্রসঙ্গত করোনা মোকাবিলায় ৫০ লাখ অনুদান তুলে দিয়েছেন সচিন তেন্ডুলকর ৷ প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিও গরিব মানুষেরদের জন্য ৫০ লাখ টাকার চাল তুলে দিয়েছেন।
আরও পড়ুন - করোনা মোকাবিলায় ৫০ লাখ অনুদান দিলেন সচিন তেন্ডুলকর