Tokyo Olympics 2020: হকিতে স্পেনকে পরাস্ত করল ভারত, স্কোর ৩-০

অস্ট্রেলিয়ার কাছে লজ্জাজনক হারের জ্বালা মেটাল ভারত।

Updated By: Jul 27, 2021, 10:26 AM IST
Tokyo Olympics 2020: হকিতে স্পেনকে পরাস্ত করল ভারত, স্কোর ৩-০

নিজস্ব প্রতিবেদন: অস্ট্রেলিয়ার কাছে লজ্জাজনক হারের জ্বালা মিটিয়ে নিল ভারত। অলিম্পিক্সে (Tokyo Olympics 2020) পুল A-এর তৃতীয় ম্যাচে প্রতিপক্ষ স্পেনকে ৩-০ গোলে উড়িয়ে দিলেন সিমরানজিৎ সিং (Simranjeet Singh) এবং রূপিন্দর পাল সিংরা (Rupinder Pal Singh)। 

এদিনের ম্যাচে প্রথম থেকেই আক্রমণাত্ম ফর্মে ছিল ভারত। খেলা শুরুর ১৪ মিনিটের মাথায় গোল করে ভারতকে এগিয়ে দেন সিমরানজিৎ সিং (Simranjeet Singh)। পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করেন রূপিন্দর পাল সিং (Rupinder Pal Singh)। ২-০ এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ভারত। এরপর দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে স্পেনের কফিনে শেষ পেরেকটি পোঁতেন সেই  রূপিন্দর পাল সিংই (Rupinder Pal Singh)।

আরও পড়ুন: Tokyo 2020: ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টের ফাইনালে উঠতে ব্যর্থ মনু-সৌরভ জুটি

আরও পড়ুন:  এত সুযোগ সুবিধা পেয়ে ভারতীয়দের অলিম্পিক্স থেকে পদক আনা উচিত: PT Usha Exclusive

নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিতলেও পুল 'এ' র ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভয়ঙ্কর ভাবে পরাস্ত হয় মনপ্রীত সিং অ্যান্ড কোং। কিন্তু বিশ্বের এক নম্বর অস্ট্রেলিয়ার কাছে দাঁড়াতেই পারেনি টিম ইন্ডিয়া। অজিরা ৭-১ গোলে গুঁড়িয়ে দেয় ভারতকে!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
 

.