Hockey World Cup schedule 2023: কবে মাঠে নামছে হরমনপ্রীতের টিম ইন্ডিয়া? দেখে নিন পুরো সূচি

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তান এবার বিশ্বকাপ খেলছে না। খেলার যোগ্য়তা অর্জন করতে পারেনি তারা। প্রতিটি পুলে চারটি করে দল রয়েছে। এর আগে ২০১৮ সালে ওড়িশায় হকি বিশ্বকাপ হয়েছিল। সেবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে সবকটি ম্যাচ আয়োজন করা হয়েছিল। 

Updated By: Jan 11, 2023, 06:41 PM IST
Hockey World Cup schedule 2023: কবে মাঠে নামছে হরমনপ্রীতের টিম ইন্ডিয়া? দেখে নিন পুরো সূচি
দেশের মাঠে বিশ্বকাপ খেলতে মুখিয়ে আছে ভারতীয় দল। ছবি: টুইটার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের একবার আবার ভারতে বসতে চলেছে হকি বিশ্বকাপের (Hockey World Cup schedule 2023) আসর। এই নিয়ে দ্বিতীয়বার ভারতের (India) মাটিতে হকি বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে। ফের ওড়িশায় (Odisha) বসবে হকি বিশ্বকাপের আসর। হাতে আর বাকি দু'দিন। দেখে নিন ভারতের খেলার সূচি। 

১৩ জানুয়ারি থেকে শুরু হবে পুরুষ হকি বিশ্বকাপ। চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত। রউরকেল্লা (Rourkela), ভুবনেশ্বরে (Bhubaneswar) অনুষ্ঠিত হবে হকি বিশ্বকাপের সবকটি ম্যাচ। সেই কারণেই দুই শহরে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম তৈরি হয়েছে। বিশ্বের মোট ১৬টি দল এবার বিশ্বকাপ জয়ের জন্য লড়াই করবে। 

তবে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তান এবার বিশ্বকাপ খেলছে না। খেলার যোগ্য়তা অর্জন করতে পারেনি তারা। প্রতিটি পুলে চারটি করে দল রয়েছে। এর আগে ২০১৮ সালে ওড়িশায় হকি বিশ্বকাপ হয়েছিল। সেবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে সবকটি ম্যাচ আয়োজন করা হয়েছিল। এবার রউরকেল্লাতেও ম্যাচ হবে। সেখানকার বিরসা মুন্ডা হকি স্টেডিয়াম আন্তর্জাতিক মানের করে গড়ে তোলা হয়েছে। পুল ডি তে রয়েছে ভারত। ভারত ছাড়াও এই গ্রুপে রয়েছে ইংল্যান্ড, স্পেন এবং ওয়েলস।

আরও পড়ুন: IND vs PAK: চাপে পড়ে সুর নরম, জয় শাহের সঙ্গে কথা বলতে নাজম শেঠি

আরও পড়ুন: Rohit Sharma and Dasun Shanaka, IND vs SL: অশ্বিনের পথে না গিয়ে শনাকাকে 'মানকাডিং' করেও কেন ব্যাট করালেন? মুখ খুললেন মহানুভব রোহিত

দেখে নিন কোন পুলে কোন কোন দল রয়েছে-

পুল এ: অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, ফ্রান্স এবং দক্ষিণ আফ্রিকা।

পুল বি: বেলজিয়াম, জার্মানি, কোরিয়া এবং জাপান।

পুল সি: নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, মালয়েশিয়া এবং চিলি।

পুল ডি: ভারত, ইংল্যান্ড, স্পেন এবং ওয়েলস।

ভারতের ম্যাচের সূচি-

ভারত বনাম স্পেন: ১৩ জানুয়ারি সন্ধ্যে ৭টা (রউরকেলা)

ভারত বনাম ইংল্যান্ড: ১৫ জানুয়ারি সন্ধ্যে ৭টা (রউরকেলা)

ভারত বনাম ওয়েলস: ১৯ জানুয়ারি সন্ধ্যে ৭টা (ভুবনেশ্বর)

দেখে নিন ভারতীয় দল- 

পিআর শ্রীজেশ (গোলকিপার), কৃষ্ণ পাঠক (গোলকিপার), সুরেন্দর কুমার, হরমনপ্রীত সিং (অধিনায়ক), বরুণ কুমার, অমিত রোহিদাস (অধিনায়ক), নীলম সঞ্জীপ জেস, মনপ্রীত সিং, হার্দিক সিং, নীলকান্ত শর্মা, শমসের সিং, বিবেক সাগর প্রসাদ, আকাশদীপ সিং, মনদীপ সিং , ললিত কুমার উপাধ্যায়, অভিষেক, সুখজিৎ সিং, রাজকুমার পাল ও জুগরাজ সিং। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.