হংকং মাতাচ্ছেন সমীর-সিন্ধু

Updated By: Nov 27, 2016, 10:47 AM IST
হংকং মাতাচ্ছেন সমীর-সিন্ধু

ব্যুরো: হংকং মাতাচ্ছেন ভারতের শাটলাররা। হংকং ওপেনের ফাইনালে উঠেছেন সমীর বর্মা এবং পিভি সিন্ধু। দুজনই ম্যাচ জিতেছেন স্ট্রেট গেমে।

 

হংকং ওপেনে জোড়া চমক ভারতের। পুরুষ এবং মহিলা দুটি বিভাগের ফাইনালে উঠেছেন ভারতের দুই শাটলার সমীর বর্মা এবং পিভি সিন্ধু। দিনের শুরুতে বিশ্বের তিন নম্বর শাটলার জোর্গেনসনকে হারিয়ে ফাইনালে উঠেছেন সমীর বর্মা। হাড্ডাহাড্ডি ম্যাচে সদ্য চায়না ওপেন জোর্গেনসনকে স্ট্রেট গেমে হারিয়ে প্রথমার ফাইনালে ওঠেন বাইশ বছরের সমীর। তিনি ম্যাচ জিতে নেন একুশ-উনিশ, বাইশ-চব্বিশ ফলে। স্থানীয় এবং খেতাব জয়ের হট ফেভারিট  কা লং অ্যাঙ্গাসের বিরুদ্ধে ফাইনালে খেলতে নামবেন সমীর। অন্যদিকে হংকং ওপেনের মহিলাদের বিভাগে সিন্ধুর দুরন্ত ফর্ম অব্যাহত। সেমিফাইনালে হংকংয়েরই চিউং ই-কে স্ট্রেট গেমে হারিয়ে ফাইনালে উঠলেন সদ্য চায়না ওপেন জয়ী সিন্ধু। বেশি ঘাম না ঝড়িয়ে প্রতিপক্ষকে একুশ-চোদ্দ, একুশ-ষোল ফলে হারিয়ে দেন তিনি। ফাইনালে চাইনিজ তাইপেইয়ের তাই ইংয়ের মুখোমুখি সিন্ধু। দুহাজার চোদ্দ এবং দুহাজার পনেরো দুটি বছরই হংকং ওপেনের ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হয়েছিলেন কিদাম্বি শ্রীকান্ত এবং সাইনা নেহওয়াল। এবছরও ফাইনালে উঠেছেন ভারতের একজন পুরুষ এবং মহিলা শাটলার। তাহলে কি এবারও চ্যাম্পিয়ন হবে ভারত? উত্তর পাওয়া যাবে রবিবার।

.