প্রথম প্রেম থেকে দূরে ঠেলে দিয়েছিল বাবা! সৌরভ বললেন, ক্রিকেটার হতে চাইনি

সৌরভ বলছিলেন, "আমি ছোটবেলায় খুব দুরন্ত ছিলাম। বাবা ভেবেছিল, ক্রিকেটে দিলে দুষ্টুমি করার সময় পাব না। আমিও ভাবলাম, ক্রিকেট কোচিংএ গেলে বাবার বকুনি এড়ানো যাবে।

Updated By: May 31, 2020, 04:28 PM IST
প্রথম প্রেম থেকে দূরে ঠেলে দিয়েছিল বাবা! সৌরভ বললেন, ক্রিকেটার হতে চাইনি

নিজস্ব প্রতিবেদন - তিনি যদি অন্য কিছু করতেন! অন্য কোনও ক্ষেত্রেও কি তিনি সৌরভ গাঙ্গুলি হতে পারতেন? এই প্রশ্নের উত্তর আর এখন পাওয়া সম্ভব নয়। তবে তিনি ক্রিকেটে আসায় ভারতীয় দলের লাভই হয়েছে। ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ক্যাপ্টেন বলে ধরা হয় তাঁকে। দশ হাজার রানের মালিক। বিশ্বকাপ ফাইনাল খেলা ক্যাপ্টেন। সেই তিনিই কিনা বলছেন, তাঁর ক্রিকেট খেলার কথাই ছিল না। একপ্রকার পাকে চক্রে পরেই তিনি ক্রিকেটার হয়েছেন। ভালই হয়েছে। ভারতীয় ক্রিকেটে তিনি নিজের ফৌজ গ ঠন করেছিলেন। তাঁর জন্যই তো বাঙালি গর্ব করতে পারে। যুবরাজ সিং, হরভজন সিং, বীরেন্দ্র সে বাগদের প্রিয় দাদা তিনি।

সৌরভ একটি অ্যাপ - এর জন্য দেওয়া ইন্টারভিউতে বলেছেন, তাঁর প্রথম প্রেম ছিল ফুটবল। নিজেকে ছোট থেকেই ফুটবলার হিসাবেই প্রতিষ্ঠিত দেখতেন তিনি। কিন্তু তাঁর ক্রিকেটার হয়ে যাওয়া নেহাতই বাবার জন্য। সৌরভ বলছিলেন, "আমি ছোটবেলায় খুব দুরন্ত ছিলাম। বাবা ভেবেছিল, ক্রিকেটে দিলে দুষ্টুমি করার সময় পাব না। আমিও ভাবলাম, ক্রিকেট কোচিংএ গেলে বাবার বকুনি এড়ানো যাবে। আর বাবা সিএবির সঙ্গেও যুক্ত ছিলেন। আমার কিন্তু প্রথম প্রেম ছিল ফুটবল। বাবার জন্যই ক্রিকেট কোচিংএ গিয়ে ভর্তি হলাম। জানি না কোচ আমার মধ্যে কী দেখেছিলেন! একটার পর একটা ধাপ পেরিয়ে সুযোগ পেলাম দেশের হয়ে খেলার। এরপর ক্যাপ্টেন। আমার কাছে এটা একটা দারুন জার্নি।"

আরও পড়ুন: মদ, সিগারেটের কোনও ব্র্যান্ডের হয়ে কোনোদিন বিজ্ঞাপন করেননি! কেন? জানালেন সচিন তেন্ডুলকর

করোনা পরিস্থিতির জন্য দীর্ঘদিন ধরে ক্রিকেট বন্ধ। আইপিএলের ভবিষ্যত অন্ধকার। সৌরভ বলছিলেন, ভ্যাকসিন আবিষ্কার না হলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই। বিসিসিআই সভাপতি এটাও বলেন, করোনা পরবর্তী পরিস্থিতিতে প্রত্যেক ক্রিকেটারকে টেস্টের জন্য তৈরি থাকতে হবে। এছাড়া নির্ধারিত গাইডলাইন মেনে মাঠে নামতে হবে।

.